TRENDING:

Delhi HC on Vaccine Crisis : "ভ্যাকসিন ভাঁড়ার শূন্য তাও বিরক্তিকর 'টিকা লাগাও' রিংটোন": কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

Last Updated:

বিচারপতি বিপিন সাংঘি এবং বিচারপতি রেখা পাল্লির একটি বেঞ্চ বলে, "যখনই ফোন করা হচ্ছে আপনারা বিরক্তিকর মেসেজ শুনিয়ে চলেছে কেজানে কতক্ষণ ধরে। অথচ টিকা দিচ্ছেন না। টিকা (Corona Vaccine) না থাকলে লোকে নেবে কী করে!"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

উল্লেখ্য, ১৬ জানুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাকরণ চালু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত প্রায় ১৮ কোটি মানুষ টিকা নিতে সক্ষম হয়েছে। তাও প্রথম ডোজ। এই ১৮ কোটির মধ্যে দ্বিতীয় ডোজ পেয়ে টিকাকরণ সম্পূর্ণ করেছেন মাত্র ৪ কোটি। অর্থাৎ ৫ মাস কেটে গেলেও ভারতের মোট জনসংখ্যার ১০% মানুষেরও সম্পূর্ণ টিকাকরণ হয়নি। কেন? এই প্রশ্নের জবাবে চিকিৎসকরা বলছেন, টিকার অপ্রতুল সরবারহ এবং চাহিদার সঙ্গে জোগানের তারতম্যই এর মূল কারণ। গোদের ওপর বিষফোঁড়ার মত দেশজুড়ে ভয়ঙ্কর অক্সিজেন সংকট ও স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা, সব মিলিয়ে ঘোর টালমাটাল অবস্থায় কেন্দ্র। তার ওপর দিল্লি হাইকোর্টের এই জোরালো কটাক্ষ অস্বস্থি কয়েক গুণ বাড়িয়েছে মোদি সরকারের।

advertisement

এদিকে বৃহস্পতিবারই ২ থেকে ১৮ বছর বয়সিদের উপর হবে কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার অনুমোদন দেয় কেন্দ্র। আবার বাড়ানো হয় কোভিশিল্ডের দুটি টিকার ব্যবধানও। নতুন নিয়মে একটি ডোজ নেওয়ার ৩ থেকে ৪ মাস পরে নিতে হবে দ্বিতীয় ডোজটি। যদিও কোভ্যাক্সিনের ক্ষেত্রে পুরোনো ব্যবধানই বজায় থাকছে অর্থাৎ দুটি ডোজের ব্যবধান থাকছে ৬ সপ্তাহ। এর পরেই প্রশ্ন উঠেছে, জোগানের অভাবে যে টিকার আকাল দেখা দিয়েছে, তা সামলানোর জন্যই কী ডোজের ব্যবধান পিছিয়ে দেওয়া হয়েছে? যদিও কেন্দ্রের তরফে সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

প্রসঙ্গত, গত সপ্তাহেই একটি মামলার শুনানিতে কার্যকারীভাবে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য অবিলম্বে কেন্দ্র এবং রাজ্যগুলিকে প্রস্তুতি শুরুর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই শিশুদের টিকাকরণ শেষের নির্দেশ দেওয়া হয়। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এমআর শাহের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যদি এখন থেকেই প্রস্তুতি সেরে রাখা হয়, তাহলে হয়তো তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করা যাবে। আর সেটার জন্য বৈজ্ঞানিক পরিকল্পনার মাধ্যমে টিকাকরণ করতে হবে। এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্টের এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Delhi HC on Vaccine Crisis : "ভ্যাকসিন ভাঁড়ার শূন্য তাও বিরক্তিকর 'টিকা লাগাও' রিংটোন": কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল