করোনার জন্যে স্বাস্থ্য বিধি মেনেই পালিত হল জগন্নাথ দেবের স্নান যাত্রা। সেবা পুজোয় কোনো ত্রুটি ছিল না উদ্যোক্তাদের। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে করানো হল স্নান। নিয়ম, নিষ্ঠা, আচার মেনেই সম্পন্ন হল স্নান পর্ব। এরপর জগন্নাথ দেব অসুস্থ লীলা করবেন টানা ১৫ দিন।
advertisement
ইসকন মন্দিরের মুখ্য জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানান, করোনার জন্যে স্নান যাত্রায় কিছুটা কাটছাঁট করা হয়েছে। কোনো ভক্তকেই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। যা এই প্রথমবার হল স্নান যাত্রায়। তবে নিয়ম মেনেই পুজো করা হয়েছে। আগামী ২৩ জুন মাসীর বাড়ি যাবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা।
করোনার জেরে এখোনো তালা ঝুলছে ইসকন মন্দিরের গেটে। রাজ্যের নির্দেশে একাধীক ধর্মীয় প্রতিষ্ঠান খুললেও সেই পথে পা বাড়ায়নি ইসকন মন্দির কর্তৃপক্ষ। পরিস্থিতি কিছুটা উন্নত হলে আগামী ১৫ জুন খুলতে পারে মন্দিরের গেট। তবুও মানা হবে স্বাস্থ্য বিধি। এক সঙ্গে দশের বেশী ভক্তের জমায়েত নয় মন্দিরে। মানা হবে সামাজিক দূরত্ববিধি তবে রথ যাত্রা হবে কি না তা এখোনো ঠিক হয়নি। সবকিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। সেক্ষেত্রে মন্দির চত্বরেই ঘুরবে রথের চাকা। আর প্রশাসনিক অনুমতি পেলে রাস্তায় বের হবে ইসকনের রথের চাকা। জানান, ইসকন মন্দিরের মুখ্য জনসংযোগ আধিকারিক।
Partha Sarkar