একটি হিন্দি সংবাদমাধ্যম এই ছবিটি প্রচার করছিল। কিন্তু বাস্তবে এর কোনও ভিত্তি নেই। ছবিটিও আদতে বিকৃত। ভারতে ১ জুন থেকে চালু হয়েছে লকডাউন তোলার কাজ। কেন্দ্র চায় মোট তিন ধাপে এই লকডাউন তুলতে।
৮ জুনের মধ্যে অফিস, শপিং মল ও ধর্মীয় স্থান খোলার কাজ সম্পন্ন হয়েছে। শুরু হয়েছে বিধিনিষেধ মেনে ঘরোয়া উড়ান পরিষেবাও। এই ছবিটাই জানান দিচ্ছে ধাপে ধাপে ছন্দে ফিরছে দেশ। এই আবহে স্বরাষ্ট্রমন্ত্রক কোনও ভাবেই নতুন করে লকডাউন জারি করতে চায় না।
১ জুনের নির্দেশিকায় বলা হয়েছিল শুধুমাত্র কন্টেইনমেন্ট জোনে লকডাউন চালিয়ে নিয়ে যাওয়া হবে ৩০ জুন পর্যন্ত। কেন্দ্রের তরফে আরও বলা হয়, তিনটি ধাপে দেশের লকডাউন তোলার কাজ সম্পন্ন হবে।
প্রথম ধাপে খুলবে হোটেল-রেস্তোরাঁ, ধর্মীয় স্থান ও শপিং মল। দ্বিতীয় ধাপে কেন্দ্রের চ্যালেঞ্জ জুলাইয়ে স্কুল-কলেজ খোলা। তার আগে শিক্ষক-বাবা মায়ের মত ও পরিস্থিতি বিচার করবে কেন্দ্র।
তৃতীয় তথা শেষ ধাপ হল, আন্তর্জাতিক উড়ান চালু করা এই ধাপেই রেল-মেট্রো পরিষেবা চালু করতে চায় কেন্দ্র। খুলবে জিমন্যাশিয়াং, সুইমিং পুল, বার, অডিটোরিয়াম, থিয়েটার হল, বিনোদন পার্কও।