সম্মিলিত জাতিপুঞ্জের স্ট্র্যাটেজিক অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশান আরও বলছে, ষাটোর্ধ্ব ব্যক্তিরা যারা ইতিমধ্যেই চিনা সিনোভাক বা সিনোফার্ম ভ্যাকসিন নিয়েছে তাদেরও তৃতীয় তথা অতিরিক্ত ডোজটি (Covid Vaccine Third Dose) দেওয়া উচিত।
বিশেশজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, সর্বজনীন ভাবে তৃতীয় টিকা দেওয়ার কোনও প্রয়োজন নেই। এই পরামর্শ যাদের রোগপ্রতিরোধ কাঠামো দুর্বল তাদের জন্যেই।
advertisement
প্রসঙ্গত ইতিমধ্যেই করোনায় ব্যবহরের জন্য ফাইজার, বায়োটেক, জনসিন, অ্যাস্ট্রোজেনেকা, সিনোফার্ম এবং সিনোভ্যাকের টিকাকে মান্যতা দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। ভারত বায়োটেকের টিকাকে মান্যতা দেওয়া নিয়ে এখনও দোলাচলে রয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।
আরও পড়ুন-করোনাকালে পুষ্প-বিহীন পুষ্পাঞ্জলি হবে রাজধানীর এই পুজোয়
এই আবহেই শেষ সপ্তাহে কোভিড পরিস্থিতি ও ভ্যাকসিন বিষয়ে সাম্প্রতিক তম তথ্যগুলির চর্চার জন্যেই স্ট্র্যাটেজিক অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশান চার ঘণ্টা ব্যাপী একটি বৈঠক করে।
বৈঠকের শেষে বলা হয়, যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের অবিলম্বে হু- তালিকা ভুক্ত টিকার একটি অতিরিক্ত ডোজ দিতে হবে। কারণ হিসেবে বা হয়েছে, অনাক্রম্যতার বিষয়ে এরা বাকিদের থেকে পিছিয়ে। অর্থাৎ কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এদের ক্ষেত্রে অনেক বেশি। তাছাড়া ,সিনোভ্যাক বা সিনোফার্ম নেওয়া ষাটোর্ধ্বদের বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে।
কিন্তু যে ব্যক্তি অতীতে দুটি টিকা নিয়েছেন কোনও একটি বিশেষ সংস্থার, তাকে কি পরের টিকাটা সেই একই সংস্থার নিতে হবে? এক্ষেত্রে হু বলছে যোগান অনুযায়ী সিদ্ধান্ত নিতে।
