▪️ চেন্নাই এবং জয়পুরের বাসিন্দারা খেয়াল রেখেছেন নিজেদের শরীরের৷ করোনার কোপ থেকে বাঁচতে তারা শুরু অনলাইনে অর্ডার করছেন হ্যান্ড স্যানিটাইজার৷
advertisement
▪️ তবে বাড়িতে থাকাকালীন যৌনতায় মেতেছেন মুম্বইয়ের অনেক৷ তাই সেখান থেকে বেশি মাত্রায় কন্ডোমের অর্ডার এসেছে৷ যার জেরে কন্ডোমের ব্যবসা প্রায় বেড়ে ২০ থেকে ৫০ শতাংশ৷
▪️ একই অবস্থা হায়দরাবাদ, পুণে এবং বেঙ্গালুরুর৷ সেই সব শহরের বাসিন্দারা বেশি পরিমাণে কিনছেন প্রেগন্যান্সি টেস্ট কিট ও গর্ভনিরোধ বড়ি৷
UPHC-তে নজরকাড়া পরিষেবা, রাজ্যে প্রথম সবং-এর ছেলে
আরও দেখুন ▪️ দ্বিতীয় দফার লকডাউনের শুরুতেই অনলাইন ডেলিভারি অ্যাপ ডানজো একটি তথ্য সামনে আনে৷ সেখানে তারা দেখিয়েছে যে কোন শহরে কোন কোন জিনিসের অর্ডার সব থেকে বেশি হয়েছে এই লকডাউনের সময়৷ এই তথ্যে স্পষ্ট যে প্রেগন্যান্সি কিট থেকে স্যানিটাইজার, কন্ডোম ও পিলই এই সময় সবথেকে বেশি বাড়িতে আনাচ্ছেন মানুষ৷