সরকারি হিসেব অনুযায়ী ৯৯৪৬টি ম্যারেজ সার্টিফিকেট তৈরি করা হয়েছে৷ ১৫ অগাস্টের পর শেষ হয়েছে শ্রাবণ মাস৷ তারপর থেকে এই সময় হিন্দুদের বিয়ে হয় না৷ একইভাবে ১০ অগাস্ট থেকে শুরু হয়েছে মহরম৷ এই সময় বন্ধ থাকে মুসলিম ধর্মে বিয়ে৷ তার আগেই হয়েছে সব বিয়ের অনুষ্ঠান৷
advertisement
অনেকে সরকারি বিধিনিষেধের ফলে বিয়ে পিছিয়ে দিয়েছিলেন৷ অনেকে আবার করোনা আক্রান্ত হয়ে বিয়ে পিছনোর সিদ্ধান্ত নেন৷ বেদিকা ও রোহিতের বিয়ে স্থির হয় ১ জুলাই৷ তবে সরকারি নিয়মের ফলে বিয়ের দিন বদলের সিদ্ধান্ত নেয় পরিবার৷ ১৫ জুলাই তাঁদের চার হাত এক হয়৷
অন্যদিকে সোহম রায় জানান যে তাঁর বিয়ের দিন ছিল ২৭ জুন৷ তবে পাত্র এবং পাত্রী, দু’জনেই করোনা আক্রান্ত হন৷ ফলে বিয়ে পিছিয়ে দিতে হয় তাদের৷ ২ অগাস্ট বিয়ে হয় তাদের৷
advertisement
Location :
First Published :
August 20, 2021 1:56 PM IST
