TRENDING:

করোনার প্রকোপ একটু কমতেই বাংলায় বিয়ের হিড়িক! ৬ সপ্তাহে ৩৬হাজার বিয়ে

Last Updated:

করোনার (COVID19) প্রকোপ একটু কম হওয়ায় এবং সরকারি বিধি (Government Corona protocol) খানিক শিথিল হওয়ার সুযোগ আর হাত ছাড়া করতে চাননি কেউ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গোটা বাংলা তথা শহর কলকাতায় বিয়ের ধুম! করোনা সংক্রমণ কিছুটা কমেছে৷ যেই সুযোগের সৎব্যবহার করছেন পাত্র-পাত্রীরা৷ জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এখনও পর্যন্ত বাংলায় বসেছে প্রায় ৩৬ হাজার বিয়ের আসর! মে-জুন মাসে করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে বহু বিয়ের অনুষ্ঠান বাতিল করতে হয়৷ জমায়তের কোনও সুযোগ ছিল না৷ তাই বিয়ের দিনক্ষণ ঠিক থাকলেও সে পথে হাঁটেনি অনেক পরিবার৷ পিছিয়ে দেওয়া হয় বিয়ের দিন৷ করোনার বাড়বাড়ন্তের উপর নির্ভর করেই পরবর্তী বিয়ের দিন ঠিক করার কথা ভাবেন সকলে৷ সেই মতো করোনার প্রকোপ একটু কম হওয়ায় এবং সরকারি বিধি খানিক শিথিল হওয়ার সুযোগ আর হাত ছাড়া করতে চাননি কেউ৷ তড়ঘড়ি বসানো হয়েছে বিয়ের আসর৷ যার ফেল কয়েক সপ্তাহের মধ্যেই হাজার হাজার বিয়ের সাক্ষী থাকল শহর৷ ৪হাজার বিয়ে হয়েছে গত ছ’সপ্তাহে৷
advertisement

সরকারি হিসেব অনুযায়ী ৯৯৪৬টি ম্যারেজ সার্টিফিকেট তৈরি করা হয়েছে৷ ১৫ অগাস্টের পর শেষ হয়েছে শ্রাবণ মাস৷ তারপর থেকে  এই সময় হিন্দুদের বিয়ে হয় না৷ একইভাবে ১০ অগাস্ট থেকে শুরু হয়েছে মহরম৷ এই সময় বন্ধ থাকে মুসলিম ধর্মে বিয়ে৷ তার আগেই হয়েছে সব বিয়ের অনুষ্ঠান৷

আরও পড়ুন Coronavirus Child Vaccination:তৃতীয় ঢেউয়ের আগেই শিশুদের জন্য সুখবর, Johnson and Johnson চাইল ভ্যাকসিন ট্রায়েলের অনুমতি

advertisement

অনেকে সরকারি বিধিনিষেধের ফলে বিয়ে পিছিয়ে দিয়েছিলেন৷ অনেকে আবার করোনা আক্রান্ত হয়ে বিয়ে পিছনোর সিদ্ধান্ত নেন৷ বেদিকা ও রোহিতের বিয়ে স্থির হয় ১ জুলাই৷ তবে সরকারি নিয়মের ফলে বিয়ের দিন বদলের সিদ্ধান্ত নেয় পরিবার৷ ১৫ জুলাই তাঁদের চার হাত এক হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
'রনা' ডাকাতের নাম থেকেই হয় আজকের 'রানাঘাট'! আগে নাম কি ছিল জানেন? রনা ডাকাতের পরিচয় জানুন
আরও দেখুন

অন্যদিকে সোহম রায় জানান যে তাঁর বিয়ের দিন ছিল ২৭ জুন৷ তবে পাত্র এবং পাত্রী, দু’জনেই করোনা আক্রান্ত হন৷ ফলে বিয়ে পিছিয়ে দিতে হয় তাদের৷ ২ অগাস্ট বিয়ে হয় তাদের৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনার প্রকোপ একটু কমতেই বাংলায় বিয়ের হিড়িক! ৬ সপ্তাহে ৩৬হাজার বিয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল