Coronavirus Child Vaccination:তৃতীয় ঢেউয়ের আগেই শিশুদের জন্য সুখবর, Johnson and Johnson চাইল ভ্যাকসিন ট্রায়েলের অনুমতি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সূত্রের দাবি ছোটদের জন্য জাইডাস ক্যাডিলার(Zydus Cadila) জাইকভ-ডি ভ্যাকসিন(Zycov-d Vaccine) অনুমোদন পেতে পারে৷
#নয়াদিল্লি: ভারতে করোনাভাইরাস (Coronavirus) সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই শিশুদের জন্য আরও একটি ভ্যাকসিন আসতে চলেছে৷ ওষুধ সংস্থা জনসন অ্যান্ড জনসন ভারতে ১২-১৭ বছর বয়সি শিশুদের (Child corona vaccine)ভ্যাকসিন পরীক্ষার অনুমতি চেয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাবিয়া জানিয়েছেন যে, শিশুদের জন্য কোভিড ভ্যাকসিনের যে গবেষণা চলছে, তার ফলাফল আসতে পারে আগামী মাসেই৷ একই সঙ্গে তিনি জানান যে, বাচ্চাদের জন্য কোভিড টিকাও 'খুব শীঘ্রই' পাওয়া যাবে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানান যে, 'আমাদের লক্ষ্য প্রত্যেক নাগরিককে টিকা দেওয়া। শিশুদের জন্য কোভিড ১৯ ভ্যাকসিন তৈরির প্রস্তুতি চলছে৷ এই বিশেষ গবেষণার জন্য ইতিমধ্যে জাইডাস ক্যাডিলা এবং ভারত বায়োটেককে অনুমতি দিয়েছে সরকার। আশা করছি আগামী মাসে গবেষণার ফলাফল আসবে। আমি নিশ্চিত যে শিশুদের জন্য টিকা খুব শীঘ্রই পাওয়া যাবে।'
advertisement
advertisement
অন্যদিকে AIIMS-র রণদীপ গুলেরিয়াও বলেছেন যে ২ থেকে ১৮ বছরের বয়সের মধ্যে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের পরীক্ষার তথ্য সেপ্টেম্বরের মধ্যে আসতে পারে।
সূত্রের দাবি ছোটদের জন্য জাইডাস ক্যাডিলার(Zydus Cadila) জাইকভ-ডি ভ্যাকসিন(Zycov-d Vaccine) অনুমোদন পেতে পারে৷ এই টিকা প্রাপ্তবয়স্কদের পাশাপাশি ১২ থেকে ১৮ বছর বয়সী কিশোর -কিশোরীদের উপর পরীক্ষা করা হয়েছে। DNA-plasmid ভিত্তিক 'Zycov-d' ভ্যাকসিনের তিনটি মাত্রা থাকবে। এটি দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা যাবে এবং কোল্ড চেইনের প্রয়োজন হবে না।
advertisement
Zycov-d Vaccine এর চালান সহজেই দেশের যে কোন প্রান্তে পরিবহণ করা যাবে। বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিসটেন্স কাউন্সিলের (BIRAC) অধীনে ন্যাশনাল বায়োফার্মা মিশন (NBM), বায়োটেকনোলজি বিভাগের অধীনে একটি ভ্যাকসিন সমর্থিত হয়েছে।
Location :
First Published :
August 20, 2021 12:30 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus Child Vaccination:তৃতীয় ঢেউয়ের আগেই শিশুদের জন্য সুখবর, Johnson and Johnson চাইল ভ্যাকসিন ট্রায়েলের অনুমতি