নারায়ণ নেত্রালয়ের চেয়ারম্যান ভূজন শেট্টির মতে, করোনা সংক্রমণ রুখতে মুখে মাস্ক পরা যেমন জরুরি, সেরকমই চশমা পরলেও সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমিয়ে ফেলা সম্ভব৷ তাতে চোখ দিয়ে শরীরে মারণ ভাইরাসের প্রবেশের সম্ভাবনা অনেকাংশেই কমিয়ে ফেলা যায়৷
ওই চিকিৎসকের দাবি অনুযায়ী, সাধারণত প্রতি ঘণ্টায় একজন মানুষ কমবেশি কুড়িবার নিজের চোখে এবং মুখে হাত দেন৷ যাঁরা লেন্স পরেন, তাঁরা সরাসরি নিজেদের চোখে হাত দিয়ে ফেলেন৷ যার ফলে করোনা সংক্রমণের আশঙ্কা অনেকটাই বৃদ্ধি পায়৷ কিন্তু চশমা বা সানগ্লাস ব্যবহার করলে সেই সম্ভাবনা কমে যায়৷
advertisement
Location :
First Published :
April 11, 2020 9:45 PM IST
