সত্যিই করোনার সঙ্গে লড়াইয়ে ডাক্তাররা যেন সব থেকে অসহায়৷ কারণ তাঁরা চিকিৎসা করছেন৷ আবার চোখের সামনে হাজার হাজার রোগীর মৃত্যুও দেখছেন৷ কখনও হাসপাতালে বেড না থাকায়, অসহায় হয়ে রোগীকে ফিরিয়ে দিতে হচ্ছে৷ এতে অধিকাংশ ডাক্তারই খুব মনোকষ্টে ভুগছেন৷ কারণ তাঁরা কিছু করতে পারছেন না৷ যেভাবে দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে, তাতে স্বাস্থ্যকর্মীদের উপর চাপও বেড়েছে৷ নিরলস পরিশ্রম করছেন তাঁরা৷ তাঁরাও হারাচ্ছেন নিজের কাছের মানুষকে৷ এই পরিস্থিতিতে দাঁতে দাঁত চেপে শুধু কাজ করে চলেছেন দেশের স্বাস্থ্যকর্মীরা৷ এবং তাঁদের এই লড়াই তো আজ থেকে শুরু হয়নি৷ গত বছর করোনার প্রথম ঢেউ (Coronavirus India) থেকেই এই লড়াই তাঁদের চলছে৷
আরও পড়ুন COVID19: চিতায় আগুন দিতেই উঠে বসলেন করোনা রোগী! শুরু করলেন হাউহাউ করে কান্না
কিছুদিন আগেই বর্ধমানের এক চিকিৎসক ফেসবুক লাইভে কথা বলতে বলতে হাউহাউ করে কেঁদে ফেলেছিলেন৷ কারণ তিনি বোঝাতে পারছিলেন না, যে কতটা অসহায় বোধ করছেন তিনি৷ এটা শুধু তাঁর একার কথা নয়, এটা সব চিকিৎসকদেরই কথা৷ তাই তাঁদের নিজেদের চলৎশক্তি বজায় রাখতে কখনও গান, নাচ বেছে নিচ্ছেন তাঁরা৷
