এরই মধ্যে বলিউড অভিনেত্রী জারিন খানের পোস্ট নিয়ে জ্বল্পনা শুরু হল। তাঁর পোস্ট দেখে মনে হতেই পারে করোনা আতঙ্কের জেরে গোঁফ গজাল অভিনেত্রীর মুখে। জারিন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি নিজের মুখে গোঁফ লাগিয়ে ছবি পোস্ট করেন। তিনি লেখেন, "আমাকে কি চার্লি চ্যাপলিন বা হিটলারের মতো লাগছে?" এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। যদিও মোটেও গোঁফ ওঠেনি তাঁর। তিনি আইল্যাশ লাগিয়ে গোঁফ বানিয়ে মজা করে পোস্ট করলেন।
advertisement
Location :
First Published :
Mar 18, 2020 11:10 PM IST
