TRENDING:

ওড়িশা চলে গেল উত্তর প্রদেশগামী ট্রেন, চালকের ভুল মানতে নারাজ রেল

Last Updated:

মুম্বইয়ের ভাসাই স্টেশন থেকে বৃহস্পতিবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে রওনা দিয়েছিল ওই ট্রেনটি৷ পরদিন গোরক্ষপুরে পৌঁছনোর কথা ছিল ট্রেনের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাউরকেল্লা: মুম্বইয়ে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের নিয়ে উত্তর প্রদেশের গোরক্ষপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রেন৷ কিন্তু রাতভর সফর করার পর ট্রেনের যাত্রীরা আবিষ্কার করলেন, উত্তর প্রদেশ নয়, ট্রেন চলে এসেছে ওড়িশার রাউরকেল্লায়! রেলের এই বিপত্তিতে সেখানেই ট্রেনযাত্রীদের দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় বলে অভিযোগ৷
advertisement

জানা গিয়েছে, মুম্বইয়ের ভাসাই স্টেশন থেকে বৃহস্পতিবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে রওনা দিয়েছিল ওই ট্রেনটি৷ পরদিন গোরক্ষপুরে পৌঁছনোর কথা ছিল ট্রেনের৷ কিন্তু পরদিন সকালে যাত্রীরা জানতে পারেন, ট্রেন চলে এসেছে ওড়িশার রাউরকেল্লায়৷ গোরক্ষপুরের থেকে যার দূরত্ব ৭৫০ কিলোমিটার৷

ক্ষুব্ধ যাত্রীদের দাবি, বিষয়টি নিয়ে খোঁজখবর করলে স্টেশনে উপস্থিত রেল আধিকারিকরা তাঁদের জানান, কিছু বিভ্রান্তির কারণেই ট্রেন নিয়ে ভুল রুটে চলে এসেছেন চালক৷ রেলের তরফ থেকে সরকারিভাবে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ রেলের দাবি, লাইনে ট্রেনের ভিড় এড়াতে ইচ্ছাকৃতভাবেই কয়েকটি ট্রেনকে রাউরকেল্লা হয়ে বিহারের দিকে ঘুরিয়ে দেওয়া হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

কিন্তু যদি তাই হয়, তাহলে ট্রেনের যাত্রীদের কেন আগে থাকতে সেকথা জানানো হলো না, সেই প্রশ্ন উঠছে৷ এমন কী, রাউরকেল্লা থেকে কখন ট্রেনটি ফের গোরক্ষপুরের উদ্দেশ্যে রওনা দেবে, তাও রেলের তরফে যাত্রীদের জানানো হয়নি বলে অভিযোগ৷ ফলে ওড়িশাতেই দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় ওই ট্রেনের যাত্রীদের৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ওড়িশা চলে গেল উত্তর প্রদেশগামী ট্রেন, চালকের ভুল মানতে নারাজ রেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল