TRENDING:

ওড়িশা চলে গেল উত্তর প্রদেশগামী ট্রেন, চালকের ভুল মানতে নারাজ রেল

Last Updated:

মুম্বইয়ের ভাসাই স্টেশন থেকে বৃহস্পতিবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে রওনা দিয়েছিল ওই ট্রেনটি৷ পরদিন গোরক্ষপুরে পৌঁছনোর কথা ছিল ট্রেনের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাউরকেল্লা: মুম্বইয়ে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের নিয়ে উত্তর প্রদেশের গোরক্ষপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রেন৷ কিন্তু রাতভর সফর করার পর ট্রেনের যাত্রীরা আবিষ্কার করলেন, উত্তর প্রদেশ নয়, ট্রেন চলে এসেছে ওড়িশার রাউরকেল্লায়! রেলের এই বিপত্তিতে সেখানেই ট্রেনযাত্রীদের দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় বলে অভিযোগ৷
advertisement

জানা গিয়েছে, মুম্বইয়ের ভাসাই স্টেশন থেকে বৃহস্পতিবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে রওনা দিয়েছিল ওই ট্রেনটি৷ পরদিন গোরক্ষপুরে পৌঁছনোর কথা ছিল ট্রেনের৷ কিন্তু পরদিন সকালে যাত্রীরা জানতে পারেন, ট্রেন চলে এসেছে ওড়িশার রাউরকেল্লায়৷ গোরক্ষপুরের থেকে যার দূরত্ব ৭৫০ কিলোমিটার৷

ক্ষুব্ধ যাত্রীদের দাবি, বিষয়টি নিয়ে খোঁজখবর করলে স্টেশনে উপস্থিত রেল আধিকারিকরা তাঁদের জানান, কিছু বিভ্রান্তির কারণেই ট্রেন নিয়ে ভুল রুটে চলে এসেছেন চালক৷ রেলের তরফ থেকে সরকারিভাবে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ রেলের দাবি, লাইনে ট্রেনের ভিড় এড়াতে ইচ্ছাকৃতভাবেই কয়েকটি ট্রেনকে রাউরকেল্লা হয়ে বিহারের দিকে ঘুরিয়ে দেওয়া হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথা-কম্বলের দিন শেষ! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট
আরও দেখুন

কিন্তু যদি তাই হয়, তাহলে ট্রেনের যাত্রীদের কেন আগে থাকতে সেকথা জানানো হলো না, সেই প্রশ্ন উঠছে৷ এমন কী, রাউরকেল্লা থেকে কখন ট্রেনটি ফের গোরক্ষপুরের উদ্দেশ্যে রওনা দেবে, তাও রেলের তরফে যাত্রীদের জানানো হয়নি বলে অভিযোগ৷ ফলে ওড়িশাতেই দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় ওই ট্রেনের যাত্রীদের৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ওড়িশা চলে গেল উত্তর প্রদেশগামী ট্রেন, চালকের ভুল মানতে নারাজ রেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল