ওই কেবল-এ দাবি করা হচ্ছে ২০১৮ সালেই ইউহানের ওই গবেষণাগারে গিয়ে মার্কিন দূতাবাসের কর্তারা হতচকিত হন। তাঁরা সেখানে কাজের অনুকূল পরিবেশ তো দেখেননিই, উল্টে দক্ষ কর্মীর অভাব রয়েছে বলেও অভিযোগ তোলেন। একই সঙ্গে তাঁদের দাবি, মানুষের শরীরে করোনা সংক্রমণ ঘটাতে পারে এমন অনেকগুলি ভাইরাস নিয়ে কাজ করেছিল।
যদিও এই তত্ত্বে এখনও সায় দিতে নারাজ বহু মার্কিন গবেষকই। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, এই ঘটনা থেকে কোনও সিদ্ধান্তে চলে এলে অনুমাণের ভিত্তিতে অপরাধী বানিয়ে দেওয়া হবে। মার্কিন জাতীয় নিরাপত্তা কার্যালয়ের কোনও কোনও আধিকারিক এই ভিডিওটিকেই নস্যাৎ করেছে। জন হপকিন্স বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মত, ভিডিওটি একদিকে যেমন খুব জোরালো কোনও প্রমাণ নয় আবার একেবারে ফেলেও দেওয়া যায় না।
advertisement
Location :
First Published :
July 18, 2020 4:16 PM IST