জাহাজ খালি করে কর্মীদের আইসোলেশনে পাঠানোর আর্জি জানিয়ে গত রবিবার মার্কিন নৌবাহিনীকে চিঠি লিখেছিলেন জাহাজটির উদ্বি ক্যাপ্টেন ব্রেট ক্রোজ়িয়ার। সেই ‘অপরাধে’ গতকাল ওই ক্যাপ্টেনকে ছেঁটেই ফেলল মার্কিন নৌবাহিনী। তবে মার্কিন নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত সচিবের মতে, চিঠিটি শুধু তাদের নয়, আরও ২০-৩০ জনকে পাঠানো হয়েছিল। তথ্য বিনিময়ের ক্ষেত্রে এ ভাবে অসুরক্ষিত নেটওয়ার্ক ব্যবহার করার কথা নয় বলেই ক্যাপ্টেনকে ছেঁটে ফেলা হয়েছে।
advertisement
Location :
First Published :
Apr 04, 2020 10:34 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আটকে থাকা মার্কিন যুদ্ধজাহাজে ৯৩ জন করোনা আক্রান্ত ! সাহায্য চাইতেই ছেঁটে ফেলা হল ক্যাপ্টেনকে
