যে ব্যক্তির সঙ্গে ঘটনাটি ঘটেছে, সেই উমেশ মহারাজগঞ্জের মুখ্য উন্নয়ন আধিকারিক (Chief Development Officer বা CDO) গৌরব সিং সোগারওয়ালের গাড়ির চালক। শুধু উমেশ নন, এ দিন আধিকারিকের গাড়ি চালান এমন তিনজন করোনার টিকা নিতে গিয়েছিলেন। প্রথমেই টিকা নিতে বসেন উমেশ, তখনই এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। যদিও উমেশের সঙ্গে এই ঘটনা ঘটার পর চন্দন কুশওয়াহা এবং আরদালি মদন ভয়ে টিকা নেননি।
advertisement
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দু-ধরণের টিকার ডোজ নিলেও উমেশের শারীরিক কোনও সমস্যা হয়নি। উমেশ নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, "প্রথম ডোজ কোভ্যাকসিন নিয়েছিলাম। দ্বিতীয় ডোজ কোভিশিল্ড দিয়ে দিয়েছেন হাসপাতালের কর্মী।" এ দিকে, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (Chief Medical Officer) এ কে শ্রীবাস্তব বলেন, "দুটি ভিন্ন টিকা ওই ব্যক্তির শরীরে দেওয়ার পরে এখনও পর্যন্ত কোনও সমস্যা হয়নি। যদিও ঘটনাটি অনভিপ্রেত। স্বাস্থ্যকর্মীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ঘটনার পুণরাবৃত্তি আর না ঘটে। তাঁরা যেন অবশ্যই তিনি টিকা নিতে আসছেন, তাঁর থেকে যেন নেন প্রথমবারে তাঁদের কোন টিকা দেওয়া হয়েছিল।"
তবে এক দিকে আবার এই ঘটনার পরে বেশ কিছুটা আশার আলো দেখছে বিশেষজ্ঞমহল। কারণ, ট্রায়াল চলছে দুটি সংস্থার ভ্যাকসিনের একটি করে ডোজ দেওয়ার। বিশেষজ্ঞরা মনে করছেন, এতে করোনা প্রতিরোধ শক্তি বাড়বে মানুষের শরীরে। সম্প্রতি একটি গবেষনায় দেখা গিয়েছে, দুটি টিকার একটি করে ডোজ দেওয়া হলে, সেক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক এই নিয়ে ফেব্রুয়ারি থেকে দীর্ঘ গবেষণার করছেন। তাতে দেখা গিয়েছে, Oxford/AstraZeneca ভ্যাকসিনের পরে Pfizer -র ডোজ অনেক বেশি মাত্রায় কার্যকরী।