অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতে এখন দ্রুত পরীক্ষা করার সংখ্যা বৃদ্ধি করা দরকার। তাহলে দেশের কোথায় কতটা করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তার জন্য করোনা রোধ করাও অনেকটা সহজ হবে। এখনও পর্যন্ত দেশে ৪১৪ জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২৩৮০। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে এখনও পর্যন্ত দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে ১০৪৭৭। আইসিএমআরের তথ্য অনুসারে এখনও পর্যন্ত দেশে ২,৪৪, ৮৯৩টি স্যাম্পেল টেস্টিং হয়েছে। শেষ দিনে সারা দেশে ২৭ হাজার টেস্টিং করা হয়েছে। যদিও ভারতের মতো এমন বিপুল জনসংখ্যার দেশে টেস্টিংয়ের পরিমাণ আরও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
Location :
First Published :
April 16, 2020 2:31 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
উন্নাওয়ে প্রথম করোনা আক্রান্তের খোঁজ! তবলিগি জামাত সদস্যের এল পজিটিভ রিপোর্ট