সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, দিল্লি বিমানবন্দরের শুধুমাত্র টার্মিনাল-৩ তেই যাত্রী বিমান পরিষেবা চালু হবে লকডাউন উঠে গেলে ৷ বাকি দুটি টার্মিনাল পুরোপুরি চালু হতে আরও সময় লাগবে বলে জানা গিয়েছে ৷ বিমানবন্দরে যাত্রীদের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ চেক ইন কাউন্টারে বিভিন্ন মার্কিং করাও হয়েছে ৷ যাতে যাত্রীরা নিজেদের মধ্যে নির্দিষ্ট দুরত্ব বজায় রাখতে পারেন ৷ থাকছে থার্মাল স্ক্রিনিং এবং সমস্ত জায়গায় হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা ৷ সমস্ত ব্যাগেজ ট্রলিগুলিও যাতে জীবাণুমুক্ত থাকে, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে ৷
advertisement
যাত্রীদের ব্যাগ এবার থেকে UV disinfection tunnel গুলি থেকে পাস হবে ৷ বিমানবন্দরের সমস্ত গেট, বিমানে ওঠার সময় এবং বিমানের ভিতরেও কী কী ব্যবস্থা নেওয়া হবে, সব কিছুরই মহড়া চলছে এখন ৷ এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে ইতিমধ্যেই ঘোষণা হয়েছে, আপাতত বেশ কিছুদিনের জন্য তারা বিমানের সিটের মধ্যে থাকা IFE স্ক্রিন বন্ধ রাখছে ৷ অর্থাৎ যাত্রীদের জন্য কোনওপ্রকার ইনফ্লাইট এন্টারটেনমেন্টের ব্যবস্থা বিমানের ভিতর থাকবে না বলেই এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ৷