একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে, তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন তিনি। তাঁর শরীরে কোনওরকম কোনও অসুবিধা এখনও পর্যন্ত হয়। পরিবারের লোকেদের সঙ্গে গ্রুপ চ্যাটে কথা হয়েছে তাঁরা। পরিবারের মানুষদের তিনি আশ্বস্ত করেছেন, মৃত্যুর গুজব যে পরিবারের লোকেরা বিশ্বাস না করেন, তিনি ভাল আছেন। পেশার মাইক্রোবায়োলজিস্ট এলিসা জানিয়েছেন, প্রতিটি দিন তিনি উপভোগ করছেন। উপভোগ করছেন গ্রীষ্মের রোদ।
advertisement
গত শনিবার, মানে দিন দুয়েক আগে এলিসার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তারপরই অনেকেই উদ্বীগ্ন হন যে তাহলে কী ভ্যাকসিনের পরীক্ষা ব্যর্থ হল? সেই দাবিকে উড়িয়ে দিয়ে অক্সফোর্ড গবেষণা দলের প্রধান অ্যান্ড্রু পোলার্ড বলেছেন, ‘এই ধরনের গুজব করোনা মোকাবিলার গবেষণায় বাধা সৃষ্টি করতে পারে। এমন গুজব সত্যই ছড়াতে দেওয়া যায় না।’
advertisement
Location :
First Published :
April 27, 2020 4:05 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আশার খবর! করোনা ভ্যাকসিন নেওয়ার পর সুস্থই আছেন স্বেচ্ছাসেবী এলিসা গ্রানাটো