TRENDING:

CoronaVirus: ফের করোনা শহরে? কেরল থেকে ফিরে জ্বর নিয়ে এনআরএসের আইসোলেশনে ২ পড়ুয়া

Last Updated:

হাসপাতালে চিকিৎসাধীন দুই ছাত্রীর লালা রসের নমুনা নাইসেডে পাঠান হয়েছে পরীক্ষার জন্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতাঃ এবার কি করোনার থাবা খোদ সরকারি হাসপাতালে!
advertisement

করোনা সন্দেহে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি আর আহমেদ ডেন্টাল কলেজের ২ ছাত্রী। জ্বর আসায় তাঁদের দু’জনকে বুধবার রাতেই এনআরএস হাসপাতালে ভর্তি করে হাসপাতাল কর্তৃপক্ষ।

সম্প্রতি দন্ত বিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে কোচি গিয়েছিলেন আর আহমেদ ডেন্টাল কলেজ, পানিহাটির গুরুনানক ডেন্টাল কলেজ এবং হলদিয়া ডেন্টাল কলেজের মোট ১৬ পড়ুয়া। সেখান থেকে কলকাতায় ফেরেন সবাই। তারপরই আর আহমেদের ওই ছাত্রীর প্রবল জ্বর আসে। তাঁর রুমমেটেরও জ্বর আসে। তারপরই কলেজ কর্তৃপক্ষ কোনও ধুঁকি না নিয়ে রাতেই এনআরএসের আইসোলেশনে নিয়ে যান। পাশাপাশি সম্মেলনে যোগ দিতে যারা কোচি গিয়েছিলেন তাদের সকলকেই আপাতত হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন দুই ছাত্রীর লালা রসের নমুনা নাইসেডে পাঠান হয়েছে পরীক্ষার জন্য।

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
CoronaVirus: ফের করোনা শহরে? কেরল থেকে ফিরে জ্বর নিয়ে এনআরএসের আইসোলেশনে ২ পড়ুয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল