চিনের ইউহান প্রদেশের ভাইরোলজি ল্যাব নিয়ে আমেরিকা প্রথম থেকেই একটা সন্দেহ করে আসছে। ডোনাল্ড ট্রাম্পের বারবার মনে হয়েছে, এই ভাইরোলজি ল্যাব থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে চিনের কোনও বাজার থেকে নয়। চিন আবার জানিয়েছে, বাজারই করোনা ভাইরাসের উৎস। সেখানেই কোনও জন্তুর শরীর থেকে ভাইরাস মানু্ষের শরীরে জায়গা করেছে। আর এই নিয়েই আমেরিকা চিনের মধ্যে এক তীব্র মতবিরোধের জায়গা তৈরি হয়েছে।
advertisement
বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিক বৈঠকে বলেছেন আমেরিকা এই উৎস খুঁজে বের করবেই। আর খুব বেশিদিন নয়, সাধারণ মানুষ সত্যিটা জানতে পারবেন। জানতে পারবেন যে এটা কী চিনের ভূল? নাকি অজান্তে এই ভাইরাস ছড়াতে শুরু করেছিল তারপর চিন ভূল করেছে? নাকি কেউ ইচ্ছা করে এই ঘটনা ঘটিয়েছে? সবই দ্রুত জানা যাবে।
advertisement
Location :
First Published :
May 01, 2020 7:57 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
চিনা ল্যাবেই করোনা ভাইরাসের উৎপত্তি ? ট্রাম্পের দাবি প্রমাণও আছে তাঁর কাছে