বিলে মোট ২.৩ ট্রিলিয়ন ডলার বরাদ্দের কথা বলা হয়েছে। যার মধ্যে ৯০০ বিলিয়ন ডলার বরাদ্দ হয়েছে করোনা সহায়তার জন্য ৷বাকি অর্থ বরাদ্দ করা হয়েছে আগামী সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ব্যয় হিসাবে।
অনুমোদন দিলেও ট্রাম্প বিলটিকে অমর্যাদাকর হিসেবে আখ্যায়িত করেছেন। কয়েক মাস ধরে হাউস ও সিনেটে এই নিয়ে আলোচনা হয় ও তারপর বিলটি পাস হয়। যদিও এই আলোচনায় ট্রাম্প সেভাবে অংশগ্রহণ করেননি৷
advertisement
ট্রাম্প বিলটিতে স্বাক্ষর না করলে সোমবার মধ্যরাতের কিছু পরই সরকারের কাজকর্ম আংশিক বন্ধ হয়ে যেতো। একইসঙ্গে বন্ধ হয়ে যেতো বর্ধিত বেকার ভাতাও।
শনিবার এই বিষয়ে ট্রাম্পকে তোপ দাগেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিলটি নিয়ে তিনি বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার দায় এড়িয়ে যাচ্ছেন। যার পরিণতি ভয়াবহ হতে পারে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী ইউহান থেকে মূলত ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরবর্তীকালে চীনে ভাইরাসের প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পায়৷ এরপর গত ১১ মার্চ দুনিয়াজুড়ে একে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা আমেরিকায়। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ৮৪৭। মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৪১ হাজার ১৩৮ জনের।