সম্প্রতি TRA Research নামের একটি ব্র্যান্ড অ্যানালিটিকস সংস্থা একটি ‘হোয়াইটপেপার’ প্রকাশ করেছে ৷ গোটা দেশে লকডাউনের সময় কেমন থেকেছেন দেশবাসী ৷ তাদের মানসিক অবস্থা এখন কী রকম ৷ এই রিপোর্টে তারই একটা আন্দাজ পাওয়া গিয়েছে ৷ দেশের ছোট-বড় মিলিয়ে মোট ১৬টা শহরে গত ২৩ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সমীক্ষা চালানো হয়েছিল ৷ তাতে স্বাস্থ্য সমস্যা, আর্থিক সমস্যা এবং পরিবারকে নিয়ে দুশ্চিন্তা সব কিছুকেই তুলে ধরা হয়েছে এই রিপোর্টে ৷
advertisement
সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে, Mental Wellbeing Index (MWBI) অনুযায়ী রাজধানী দিল্লি এবং গুয়াহাটির মানুষরা এই সময় মানসিক দিক থেকে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থেকেছেন ৷ করোনার জেরে নিজেদের ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় মাঝেমধ্যেই অসহায় বোধ করেছেন বহু মানুষ ৷ মানসিক দিকে থেকে অনেকটাই ভেঙে পড়েছেন তাঁরা ৷ মানসিক সুস্থতার সূচকের দিক থেকে ভাল জায়গায় রয়েছেন হায়দরাবাদ, ইনদওর এবং চণ্ডীগড়ের মানুষরা ৷ তবে এ ব্যাপারে দক্ষিণ ভারতের চেন্নাই, কোচির মতো শহরে অনেকাংশেরই খারাপ অবস্থা ৷ লকডাউনে মানসিক দুশ্চিন্তার দিক থেকে বাকিদের তুলনায় সবচেয়ে ভাল অবস্থায় থেকেছেন কলকাতার মানুষ ৷ পূর্ব ভারতের শুধুমাত্র কলকাতা এবং গুয়াহাটি এই দুই শহরেই সমীক্ষা চালানো হয়েছিল ৷ Mental Wellbeing Index (MWBI)-এর বিচারে কলকাতার স্কোর ৯৫ শতাংশ ৷ এবং গুয়াহাটির ৪৯ শতাংশ ৷ অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে দুশ্চিন্তা হলেও লকডাউনে এই শহরের মানুষ মানসিক বা আর্থিক দিক থেকে পুরোপুরি ভেঙে পড়েননি ৷