গত ২০ মার্চ থেকে ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়৷ তবে মন্দিরের পুরোহিতরা পুজো চালু রেখেছিলেন৷ এবার মন্দিরের দরজা খুলে গেলেও ভক্তদের কড়া বিধিনিষেধ মানতে হবে বলে জানিয়ে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ৷
মন্দিরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম দু' তিন দিন মন্দির কর্মী এবং তাঁদের পরিবার, তিরুমালার স্থানীয় বাসিন্দারা শুধুমাত্র মন্দিরে প্রবেশ করতে পারবেন৷ আগামী ১১ জুন থেকে মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলে যাবে৷ সকাল ৬.৩০ থেকে সন্ধে ৭.৩০ পর্যন্ত মন্দির খোলা থাকবে৷ দশ বছরের নীচে এবং ৬৫ বছরের ঊর্ধ্বে কাউকেই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না৷
advertisement
সাধারণ সময়ে তিরুপতি মন্দিরে দৈনিক ৭৫ হাজার থেকে ১ লক্ষ মানুষের ভিড় হয়৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন ৬০ হাজারের বেশি মানুষকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না৷ প্রত্যেক ঘণ্টায় ২৫০ থেকে ৫০০ ভক্তকে মন্দিরে ঢোকানো হবে৷ এ দিন থেকেই তিরুপতি মন্দিরে দর্শনের অনলাইন বুকিং শুরু হবে৷ মন্দিরের কটেজে থাকার বুকিংও করা যাবে৷ কিন্তু একসঙ্গে দু' জনের বেশি একটি স্যুইটে থাকতে দেওয়া হবে না৷ প্রতিদিন ৩০০ টাকা মূল্যের ৩০০০ বিশেষ টিকিট অনলাইন বুকিংয়ের জন্য পাওয়া যাবে৷ তবে বিশেষ দর্শন, সেবার মতো বেশ কিছু ব্যবস্থা আপাতত বন্ধই থাকছে৷ তবে বৈধ টিকিট থাকলেও কন্টেইনমেন্ট জোনের বাসিন্দাদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না৷