TRENDING:

করোনা সতর্কতায় রায়গঞ্জের ট্রাফিক পুলিশদের এন ৯৫ মাস্ক দেওয়া হল

Last Updated:

করোনা সতর্কতায় রায়গঞ্জের ট্রাফিক ব্যবস্থায় কর্মরত পুলিশ কর্মীদের এন ৯৫ মাস্ক বিতরণ করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়গঞ্জ: করোনা সতর্কতায় ট্রাফিক পুলিশদের মাস্ক বিতরণ রায়গঞ্জে
advertisement

সকাল থেকে রাত পর্যন্ত শহরের যানজট নিয়ন্ত্রণে জনবহুল এলাকায় কর্মরত থাকেন ট্রাফিক পুলিশ কর্মীরা। কোনও ভাবে যেন সংক্রমণ তাঁদের মধ্যে ছড়িয়ে না পরে সেই কারণে আগাম সতর্কতা অবলম্বন করল রায়গঞ্জ জেলা পুলিশ।

করোনা সতর্কতায় রায়গঞ্জের ট্রাফিক ব্যবস্থায় কর্মরত পুলিশ কর্মীদের এন ৯৫ মাস্ক বিতরণ করা হলো। সোমবার সকালে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ট্রাফিক অফিস থেকে এই মাস্ক বিতরণ করা হয় কর্মরত পুলিশ কর্মীদের। যানজট মোকাবিলা ও ট্রাফিক নিয়ন্ত্রণ করতে শহরের জনবহুল এলাকা গুলিতে দিন-রাত কাজ করে চলেছেন ট্রাফিক পুলিশ। ৩৪ নম্বর জাতীয় সড়কে দিনরাত দূরপাল্লার গাড়ি যাতায়াত করে।দিনের বেশিরভাগ সময়ই তাই বিভিন্ন জায়গা থেকে আগত  মানুষদের সংস্পর্শে যেতে হচ্ছে কর্মরত ট্রাফিক পুলিশ কর্মীদের। সেই কারণে কোনও ভাবে যেন তাঁদের মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে না পরে সেদিকে লক্ষ্য রেখেই আগাম সতর্কতা হিসেবে এই মাস্ক বিতরণ করা হয়েছে বলে রায়গঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে।ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,ট্রাফিক পুলিশ দিনরাত সাধারন মানুষের সংস্পর্শে থাকে।যে কোন সময় এধরনের সংক্রামন ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। এধরনের মাক্স দেওয়ায় ট্রাফিক পুলিশ কর্মিরা কিছুটা স্বস্তি পাবেন।

advertisement

UTTAM PAUL 

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা সতর্কতায় রায়গঞ্জের ট্রাফিক পুলিশদের এন ৯৫ মাস্ক দেওয়া হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল