TRENDING:

কাজই করতে দিচ্ছে না মমতার প্রশাসন, স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের

Last Updated:

সোমবার সকালে বিশেষ বিমানে আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল রাজ্যে এসে পৌঁছয়। জানা যায়, একটি দল দেখবে কলকাতা, হাওড়া, দুই চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুরের পরিস্থিতি। অন্য দলটি যায় উত্তরের জেলাগুলিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী। পিটিআই#কলকাতা: কেন্দ্রীয় দল রাজ্যের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে আসা নিয়ে ক্ষোভ ছিল আগেই। এবার সরাসরি অসহযোগিতার অভিযোগ আনলেন কেন্দ্রের পর্যবেক্ষকরা। স্বরাষ্ট্রমন্ত্রকে তাঁরা জানিয়েছেন, রাজ্যে তাঁদের করোনা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার কাজ করতে দেওয়া হচ্ছে না। তাঁদের অভিযোগের আঙুল সরাসরি রাজ্য প্রশাসনের দিকেই দিকে। কেন্দ্রকে তাঁরা জানিয়েছে, পূর্বনির্ধারিত কাজগুলি করা যাচ্ছে না রাজ্যসরকারের অসহযোগিতায়।
advertisement

advertisement

সোমবার সকালে বিশেষ বিমানে আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল রাজ্যে এসে পৌঁছয়। জানা যায়, একটি দল দেখবে কলকাতা, হাওড়া, দুই চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুরের পরিস্থিতি। অন্য দলটি যায় উত্তরের জেলাগুলিতে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে এই কেন্দ্রীয় দলের আসা নিয়ে প্রথম থেকেই অসন্তুষ্ট ছিল রাজ্য।মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রক কাছে সরাসরি জানতে চান কোন যুক্তিতে এই দল পাঠানো হল। প্রধানমন্ত্রীকে চিঠি লিখেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, তাকে জানানো আগেই কেন্দ্রীয় দল কলকাতায় পা রেখেছে।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
কাজই করতে দিচ্ছে না মমতার প্রশাসন, স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল