করোনায় গোষ্ঠী সংক্রমণ রুখতে লকডাউনের দাওয়াই। এর মধ্যেই দিল্লিতে তবলিঘি জমায়েতের ভিডিও ভাইরাল। জমায়েত থেকে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়।
দেখা গিয়েছে, মার্চে দিল্লির তবলিঘি জমায়েতে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকেও অনেকে অংশ নেন। এই জমায়েত থেকে গোষ্ঠী সংক্রমণ ছড়ানোর অভিযোগ ওঠে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশের মোট ৩০ শতাংশ করোনা আক্রান্তেরই তবলিগি জামাত যোগ রয়েছে ৷ একাধিক রাজ্যে এই জমায়েতের কারণে করোনা সংক্রমণের সংখ্যা বিদ্যুৎগতিতে বেড়েছে ৷ উত্তরাখণ্ডে এক ন'মাসের শিশুর করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। তার বাবা দিল্লির জমায়েতে যোগ দিয়েছিলেন।
advertisement
Location :
First Published :
April 21, 2020 7:09 PM IST