সুপ্রিম কোর্টের কাছে আবেদন রাখতে গিয়ে তিনি আরও বলেন যে, শঙ্কারাচার্যের পক্ষ থেকে জানানো হয়েছে যে সব সেবায়তের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসবে, তারাই উপস্থিত থাকতে পারবেন এই উৎসবে৷ অন্যরা টিভিতে লাইভ সম্প্রচার দেখবেন৷ পুরীর রাজা এবং অনুষ্ঠান কমিটি এভাবেই সব ব্যবস্থা করবেন, যাতে রথের ফলে করোনা সংক্রমণে কোনও প্রভাব না পড়ে৷
advertisement
পুরী লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করা বিজেপি নেতা সম্বিত মহাপাত্রও শীর্ষ আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে আরও একবার পুরীর রথযাত্রা উৎসব নিয়ে ভাবনাচিন্তা করে আদালত৷
তারপরই শর্তসাপেক্ষে সেই অনুমতি দেয় শীর্ষ আদালত৷ জানানো হয় যে, সংক্রমণ না বাড়ে এমনভাবেই, নিয়ম মেনে করতে হবে রথ উৎসব৷ তবে চিফ জাসটিস বোবদে জানিয়ে দেন, শুধুমাত্র পুরীতেই পালন করা যাবে রথ, ওড়িশার অন্য কোথাও নয়৷
advertisement
Location :
First Published :
June 22, 2020 3:58 PM IST