TRENDING:

জরুরি নয়, এমন সামগ্রী লকডাউনে সরবরাহ করা যাবে না, ই-কমার্স সংস্থাদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

Last Updated:

একটি প্রেস বিবৃতিতে MHA-র তরফে এদিন জানানো হয়েছে, অত্যাবশ্যকীয় পণ্য নয়, এমন সামগ্রী দেশের কোথাও সরবরাহ করতে পারবে না কোনও ই-কমার্স সংস্থাই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অত্যাবশ্যকীয় পণ্য নয়, এমন কোনও জিনিস লকডাউনের মধ্যে ই-কমার্স সংস্থাগুলি বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারবে না ৷ আজ, রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এমনটা স্পষ্ট করে দেওয়া হয় ৷ একটি প্রেস বিবৃতিতে MHA-র তরফে এদিন জানানো হয়েছে, অত্যাবশ্যকীয় পণ্য নয়, এমন সামগ্রী দেশের কোথাও বিক্রি করতে পারবে না কোনও ই-কমার্স সংস্থা ৷
advertisement

advertisement

এর আগে অবশ্য মোবাইল ফোন, টিভি, রেফ্রিজারেটারের মতো বিভিন্ন পণ্য সামগ্রী (Non-Essential Goods) ই-কমার্স সংস্থাগুলিকে লকডাউনের মধ্যে হটস্পট নয়, এমন জায়গাগুলিতে  বিক্রি করার অনুমতি দিয়েছিল কেন্দ্র ৷ কিন্তু দিন কয়েক যেতে না যেতেই নিজেদের সিদ্ধান্ত বদল করল কেন্দ্র ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, লকডাউনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ এড়াতে কোনওরকম ঝুঁকি নিতে চায় না কেন্দ্র ৷ তাই এই সময় অত্যাবশ্যকীয় পণ্য নয়, এমন কোনও সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার অনুমতি কোনও ই-কমার্স সংস্থাকে দিচ্ছে না কেন্দ্র ৷

advertisement

লকডাউন শুরু হওয়ার পরে ভারতে পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছিল অ্যামাজন, ফ্লিপকার্টের মতো আরও অনেক ই-কমার্স সংস্থা। এবার তা শুরু হওয়ার কথা ছিল। লকডাউনের মেয়াদ বাড়ানোর সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ২০ এপ্রিলের পরে দেশের যে যে জায়গা সংক্রমণহীন সেখানে একটু একটু করে স্বাভাবিক হবে জনজীবন। কোন কোন জায়গা তা সরকারি ভাবেই ঠিক করা হবে।

advertisement

প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরে পরেই করোনা হটস্পট বলে চিহ্নিত নয়, এমন এলাকাগুলিতে ২০ এপ্রিল থেকে পণ্য সরবরাহ করার সিদ্ধান্ত জানিয়েছিল  অ্যামাজন-ফ্লিপকার্ট-সহ ই-কমার্স সংস্থাগুলি। কিন্তু রবিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নির্দেশিকা জারির পর তেমনটা আপাতত আর হচ্ছে না ৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
জরুরি নয়, এমন সামগ্রী লকডাউনে সরবরাহ করা যাবে না, ই-কমার্স সংস্থাদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল