সদ্য লন্ডন থেকে ফিরেছেন সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা৷ তাই তিনি ও তার স্বামী পুরোপুরি স্বচ্ছা গৃহবন্দী বা হোম আইসোলেশেন গিয়েছেন৷ কারণ তাদের বাড়িতে রয়েছেন বয়স্ক অনেকেই৷ কোনও রকম ঝুঁকি নিতে চাননি তারা৷ বিমানবন্দরে এসে শারীরিক পরীক্ষা করিয়েছেন৷ আপাতত একঘরেই রয়েছেন দু’জনে৷ এমনকি খেতেও ঘর থেকে বেরচ্ছেন না৷ এই ঘরের ভিতরই তাদের খাবার দেওয়া হচ্ছে৷ শাশুড়ির মতো অন্যদের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন সোনম ও আনন্দ৷
advertisement
সোনম মনে করছেন যে করোনা প্রতিরোধে ভারত সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে৷ অনেক ব্যবস্থা এবং সচেতনতা প্রচারও করা হচ্ছে৷ এবার সকলের উচিৎ নিজেদের সামাজিক দায়িত্ব পালন করা, বলছেন সোনম৷ যে কারণে বিদেশ থেকেই ফিরেই তিনি ও তার স্বামী এভাবে গৃহবন্দী হয়েছেন৷
advertisement
Location :
First Published :
March 19, 2020 7:58 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনার ভয়,এক বাড়িতে থেকেও শাশুড়ির সঙ্গে যা করছেন সোনম!শিক্ষনীয় এই ভিডিও দুরন্ত ভাইরাল