TRENDING:

চিনের পাঠানো ৬৩ হাজার পিপিই ব্যবহারের অযোগ্য, বরাত দিয়ে কি ভুগবে ভারত?

Last Updated:

দেশের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য চিনকে প্রায় দেড় কোটি পিপিই তৈরির বরাত দিয়েছে ভারত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা মোকাবিলায় চিনের পাঠানো কিট এবং চিকিৎসা কর্মীদের সুরক্ষা সরঞ্জামের মান নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল ইউরোপের একাধিক দেশ৷ এবার ভারতে পাঠানো চিনের ৬৩ হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুইমেন্ট বা পিপিই যোগ্যতা মান পার করল না৷ স্বাস্থ্যমন্ত্রকের সূত্র উদ্ধৃত করে এমনই দাবি করেছে সংবাদসংস্থা এএনআই৷ চিকিৎসাকর্মীদের জন্য পাঠানো ওই সুরক্ষাবর্মগুলিতে কোনও না কোনও ঘাটতি রয়েছে বলে জানা গিয়েছে৷
advertisement

দেশের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য চিনকে প্রায় দেড় কোটি পিপিই তৈরির বরাত দিয়েছে ভারত৷ এর পাশাপাশি পনেরো লক্ষ টেস্টিং কিটের বরাত দেওয়া হয়েছে৷ প্রথম খেপে বৃহস্পতিবারই ৫ লক্ষ টেস্টিং কিট এবং তার সঙ্গে পিপিই পাঠিয়েছে চিন৷ কিন্তু প্রথম পর্যায়ে এসে পৌঁছনো সেই পিপিই-র মধ্যে ৬৩ হাজারই ব্যবহার যোগ্য নয় বলেই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রকের ওই সূত্র৷

advertisement

তবে এই প্রথম নয়, এর আগেও চিনের কয়েকটি বড় সংস্থার তরফে ভারতকে দান করা পিপিই-র মধ্যেও একই সমস্যা দেখা গিয়েছিল৷ একটি সর্বভারতীয় সংবাদপত্রের দাবি অনুযায়ী, চিন থেকে আসা ১ লক্ষ ৭০ হাজার পিপিই-র মধ্যে ৫০ হাজার সাজ সরঞ্জাম মানদণ্ড পার করতে পারেনি৷ শুধু তাই নয়, চিন থেকে আসা আরও ৪০ হাজার পিপিই-তেও একই সমস্যা দেখা দেয়৷ মধ্যপ্রদেশের গ্বালিয়রে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পরীক্ষাগারে ওই পিপিই-গুলির মান পরীক্ষা করা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

সরকারি এক আধিকারিকের দাবি অনুযায়ী, চিন থেকে ভারত যে পিপিই কিনছে সেগুলি CE/FDA অনুমোদিত৷ তবে এই পিপিই-গুলির গুণমানও ভারতে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত আর এক আধিকারিক৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
চিনের পাঠানো ৬৩ হাজার পিপিই ব্যবহারের অযোগ্য, বরাত দিয়ে কি ভুগবে ভারত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল