মঙ্গলবার স্বরাষ্ট্র দফতর একটি গ্রাফ ট্যুইট করে৷ তাতে দেখা যাচ্ছে, শতাংশের হিসেবে গোটা দেশের তুলনায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ধারাবাহিক ভাবে কম৷ গত ১৫ এপ্রিল থেকে গোটা দেশের তুলনায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের তুল্যমূল্য যে শতাংশের হিসেব দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ১৫ এপ্রিলে গোটা দেশের নিরিখে বাংলায় করোনা আক্রান্তের হার ২.৩২ শতাংশ৷
advertisement
৩০ এপ্রিল গোটা দেশের মোট করোনা আক্রান্তের নিরিখে পশ্চিমবঙ্গে ৩.১৪ শতাংশ৷ এবং ১২ জুলাইয়েও গোটা দেশের মোট করোনা আক্রান্তের নিরিখে বাংলায় আক্রান্ত শতকরা ৩.৪২ শতাংশ৷
একটি গ্রাফ পোস্ট করেছে স্বরাষ্ট্র দফতর৷ তাতেও দেখা যাচ্ছে, গত ১৫ এপ্রিল থেকে ১২ জুলাই পর্যন্ত গোটা দেশে করোনা আক্রান্ত যে হারে বেড়েছে, তার চেয়ে অনেক কম হারে বেড়েছে পশ্চিমবঙ্গে৷
advertisement
Location :
First Published :
Jul 14, 2020 5:56 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
'রাজ্যে করোনা পরিস্থিতি আশঙ্কাজনক নয়,' গ্রাফ ট্যুইট করল স্বরাষ্ট্র দফতর
