TRENDING:

১৫ জুন নাগাদ খুলতে পারে শপিং মল-সিনেমা হল, লাগু হতে পারে এই নিয়মগুলি

Last Updated:

PVR চেয়ারম্যান এবং এমডি অজয় বিজলি (PVR CMD Ajay Bijli)বলেন, ১৫ জুনের পরে শপিং মল খোলায় অনুমতি দিতে পারে সরকার ৷ শপিং হল খোলার এক-দু সপ্তাহের মধ্যেই সিনেমা হলও খোলা হতে পারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সারা বিশ্বের সবচেয়ে দীর্ঘতম লকডাউন ভারতে ৷ সোমবার অর্থাৎ আজ থেকে লকডাউনের চতুর্থ দফায় প্রবেশ করল ভারত ৷ দেশ জুড়ে লকডাউনের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়ে ৩১ মে করা হয়েছে ৷ চতুর্থ দফায় অনেক ক্ষেত্রেই ছাড় মিললেও অনেক লোকের একজায়গায় ভিড় ও জমায়েত ঠেকাতে বন্ধ শপিং মল, সিনেমা হল ৷ ১৫ জুনের পর শপিং মল ও সিনেমা হল খুলতে পারে বলে খবর ৷
advertisement

লকডাউনে সিনেমা হল বন্ধ নিয়ে CNBC TV18-কে একটি সাক্ষাৎকারে PVR চেয়ারম্যান এবং এমডি অজয় বিজলি (PVR CMD Ajay Bijli)বলেন, ১৫ জুনের পরে শপিং মল খোলায় অনুমতি দিতে পারে সরকার ৷ শপিং মল খোলার এক-দু সপ্তাহের মধ্যেই সিনেমা হলও খোলা হতে পারে বলে জানালেন অজয় বিজলি ৷

PVR চেয়ারম্যান এবং এমডি একইসঙ্গে বলেন, সিনেমা হল খুললেও কোনও কিছু আর আগের মতো থাকবে না ৷ বদলে যাবে সিনেমা দেখার সমস্ত নিয়ম ৷ সিনেমা হলেও মানতে হবে সামাজিক দূরত্ব ৷ পরিবার বা বন্ধুদের গ্রুপ এক সঙ্গে বসলেও বাকিদের সঙ্গে কয়েকটি আসনের দূরত্ব রাখার ব্যবস্থা থাকবে ৷

advertisement

অজয় বিজলির মতে, লকডাউনের জেরে আটকে বহু সিনেমার রিলিজ ৷ আর্থিক ক্ষতি এড়াতে ওটিটি প্ল্যাটফর্মে সেগুলি রিলিজ করা সহজ কথা নয় ৷ লকডাউনে অনিশ্চিত ভবিষ্যতের কারণেই বেশ কিছু প্রোডিউসার সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজের সিদ্ধান্ত নিয়েছেন ৷ উল্লেখ্য, গত ১৫ মে পিভিআর অনলাইন প্ল্যাটফর্মে ফিল্ম রিলিজের এই বিষয়টি নিয়ে ফিল্মমেকারদের কাছে একটি আবেদন রাখে ৷ তাতে অনুরোধ করা হয় তাড়াহুড়ো করে অনলাইনে ফিল্ম রিলিজ যাতে না করা হয় ৷ সিনেমা হল আবার খোলা অবধি ফিল্ম নির্মাতাদের কাছে ফিল্মের রিলিজ স্থগিত রাখার আর্জি করেছে PVR ৷

advertisement

মার্চের শেষ সপ্তাহ থেকে লকডাউনের জেরে বন্ধ গোটা দেশের সমস্ত শপিং মল ও সিনেমা হল ৷ এর ফলে বিপুল ক্ষতির সম্মুখীন শো-বিজ ৷ রবিবার চতুর্থ দফার লকডাউনের যে গাইডলাইন স্বরাষ্ট্রমন্ত্রক প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, সিনেমা হল, শপিং মল, জিম, সুইমিং পুল, এন্টারটেনমেন্ট পার্ক, থিয়েটার, অডিটোরিয়ামের মতো সমস্ত এসি হল ৩১ মে অবধি বন্ধ থাকবে ৷

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
১৫ জুন নাগাদ খুলতে পারে শপিং মল-সিনেমা হল, লাগু হতে পারে এই নিয়মগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল