TRENDING:

Coronavirus| লকডাউন শিথিল হবে? বাংলায় এই ৭ জেলায় লকডাউন মানা হচ্ছে না, রাজ্যকে চিঠি কেন্দ্রের

Last Updated:

কিছু ক্ষেত্রে অর্থনৈতিক কাজকর্মও শুরু হচ্ছে আজ থেকে৷ এ হেন পরিস্থিতিতে রাজ্যের জন্য আশঙ্কার খবর হল, বাংলায় একাধিক জায়গায় লকডাউন বিধি মানা হচ্ছে না বলে রাজ্য সরকারকে চিঠি দিল কেন্দ্র৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের মেয়াদ বাড়লেও ২০ এপ্রিল থেকে বিভিন্ন রাজ্যের পরিস্থিতি দেখে কিছু কিছু এলাকায় ধীরে ধীরে লকডাউন শিথিল করার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই মতো আজ থেকে প্রক্রিয়া শুরু করল কেন্দ্র৷ কিছু ক্ষেত্রে অর্থনৈতিক কাজকর্মও শুরু হচ্ছে আজ থেকে৷ এ হেন পরিস্থিতিতে রাজ্যের জন্য আশঙ্কার খবর হল, বাংলায় একাধিক জায়গায় লকডাউন বিধি মানা হচ্ছে না বলে রাজ্য সরকারকে চিঠি দিল কেন্দ্র৷
advertisement

কেন্দ্র চিঠিতে জানিয়েছে, পশ্চিমবঙ্গে ৭টি জেলায় লকডাউন বিধি মানা হচ্ছে না৷ এই ৭টি জেলা হল, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দার্জিলিং, কালিম্পং, কলকাতা ও জলপাইগুড়ি৷ এই জেলাগুলিতে সামাজিক দূরত্বও মানা হচ্ছে না বলে চিঠিতে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷

রাজ্যকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে৷ গড়া হচ্ছে ৮ সদস্যের টিম৷ শুধু পশ্চিমবঙ্গকেই নয়, একই অভিযোগ জানিয়েছে কেন্দ্র চিঠি দিয়েছে মহারাষ্ট্র, রাজস্থান ও মধ্যপ্রদেশকেও৷

কলকাতায় লকডাউন মানতে আরও কড়া পদক্ষেপের কথা জানিয়েছেন পুলিশ কমিশনার অনুজ শর্মা৷ তিনি ট্যুইট করে জানান, লকডাউন করোনা মোকাবিলায় বা করোনা সংক্রমণ রুখতে লকডাউনই একমাত্র দাওয়াই। তাই তার অন্যথা করা যাবে না। লক ডাউন মানতেই হবে। নচেৎ কড়া ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ।

advertisement

রবিবার সন্ধ্যায় কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা ট্যুইট করে বলেন, 'অফিসারদের বলেছি লক ডাউন না মানলে তাঁদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে।' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, হটস্পট এলাকায় সশস্ত্র পুলিশ নামিয়ে কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করার জন্য। সেই নির্দেশের এক দিনের মধ্যেই কলকাতায় নামে সশস্ত্র কমব্যাট ফোর্স।

advertisement

লালবাজার সূত্রের খবর, ৬০ জনেরও বেশি কমব্যাট ফোর্সকে শহরে নামানো হয়েছে। যারা কলকাতা পুলিশের ন'টি ডিভিশনে ভাগ হয়ে ডিউটি করবেন। কমব্যাট ফোর্সের বেশ কয়েকজন ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনারও এদিন রাস্তায় নেমেছেন। মূলত হটস্পট এলাকা এবং বাজারগুলিতে যেহেতু নিয়ম না মানার অভিযোগ উঠেছে, তাই তাদের ওই এলাকাতেই ডিউটি করানো হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus| লকডাউন শিথিল হবে? বাংলায় এই ৭ জেলায় লকডাউন মানা হচ্ছে না, রাজ্যকে চিঠি কেন্দ্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল