যে সাত কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়েছে তাঁরা হলেন, গৌরব গগৈ, টি এন প্রতাপন, ডিন কুরিয়াকোস, আর উন্নিথান, মানিক ঠাকুর, বেনি বেহনান এবং গুরজিৎ ঔজলা।
করোনা ভাইরাস নিয়ে আলোচনা চলাকালীন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দলের সাংসদ বেনিওয়াল বলেন, যেহেতু সনিয়া, রাহুল এবং প্রিয়ঙ্কা গাঁধী সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন, তাই তাঁদেরও করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হোক। বেনিওয়ালের এই বক্তব্যের পরই তীব্র প্রতিবাদ দেখাতে শুরু করেন কংগ্রেস সাংসদরা। তার পরেই সাত কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন অধ্যক্ষ।
advertisement
এমনিতেই দিল্লির হিংসার বিরোধিতায় গত কয়েকদিন ধরেই সংসদে দুই কক্ষেই তুমুল হইহট্টগোল করছেন কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা। তার সঙ্গে এ দিন যোগ হয় করোনা ভাইরাস বিতর্ক। তার মধ্যেই বেনিওয়ালের মন্তব্যে যেন আগুনে ঘি পড়ে!
Location :
First Published :
March 05, 2020 4:05 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
#Coronavirus। সনিয়া- রাহুলের করোনা পরীক্ষার দাবি, বিক্ষোভ দেখাতে গিয়ে সাসপেন্ড সাত কংগ্রেস সাংসদ