রবিবার এসবিআই-এর ওই বিবৃতিতে বলা হয়, "সংবাদমাধ্যমে প্রচার হচ্ছে এসবিআই YONO-এর মাধ্যমে এসবিআই জরুরিকালীন ভিত্তিতে গ্রাহক লোন দিচ্ছে। কিন্তু এমন কোনও উদ্যোগ এসবিআই-এর তরফে এখন নেওয়া হয়নি।"
দিন কয়েক ধরেই বাজারে একটি বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। বলা হয় মাত্র ৪৫ মিনিটেই ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দেবে এসবিআই। এর জন্যে বাৎসরিক ১০.৫ শতাংশ সুদ দিতে হবে। সেই গুজবের রুখতেই স্টেট ব্যাঙ্কের এদিনের বিবৃতি।
advertisement
তবে ইয়োনোর মাধ্যমে আগাম অনুমোদনের ভিত্তিতে ব্যাক্তিগত ঋণ শীঘ্রই দিতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এ দিনের বিবৃতিতে এই প্রসঙ্গে বলা হয়, নগদ টাকার অসুবিধেয় যেসব এসবিআই গ্রাহক ভুগছেন তাঁদের জন্য YONO-র মাধ্যমে ঋণ অনুমোদন করবে সংস্থা। শীঘ্রই এই ব্যাপারে বিবৃতি দেওয়া হবে।
Location :
First Published :
May 10, 2020 9:03 PM IST