TRENDING:

পোকা মারার যন্ত্রেই কামাল! সেই যন্ত্রেই হচ্ছে স্যানিটাইজেশন

Last Updated:

আগে ব্যবহার হত চা বাগান বা আম বাগানে। পোকার আক্রমণ থেকে বিভিন্ন গাছকে বাঁচাতে কীটনাশক স্প্রে করা হত। কিন্তু সেই যন্ত্রই এখন করোনা যুদ্ধের প্রধান হাতিয়ার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ জয়ে স্যানিটাইজেশন মাস্ট। আর চা বাগানের পোকা মারার যন্ত্রই এখন স্যানিটাইজ করার অন্যতম ভরসা।চাহিদাও বেড়েছে কয়েকগুণ।
advertisement

আগে ব্যবহার হত চা বাগান বা আম বাগানে। পোকার আক্রমণ থেকে বিভিন্ন গাছকে বাঁচাতে কীটনাশক স্প্রে করা হত। কিন্তু সেই যন্ত্রই এখন করোনা যুদ্ধের প্রধান হাতিয়ার।

পুলিশ, দমকল ও পুরসভার কর্মীরা যে যন্ত্র নিয়ে বিভিন্ন এলাকা স্যানিটাইজ করছেন, তা আর কিছু নয় ওই পোকা মারার স্প্রে।

পোকা মারার যন্ত্রেই স্যানিটাইজেশন হচ্ছে৷ জীবানুনাশক সোডিয়াম হাইপোক্লোরাইট মিশ্রন স্প্রে করা হচ্ছে ৷ করোনা সংক্রমণের পর বাজারে এই যন্ত্রের চাহিদা বেড়েছে কয়েক গুণ।

advertisement

আগে বছরে মাত্র কয়েকটি যন্ত্র বিক্রি হত। উত্তরবঙ্গ ও দক্ষিণ ভারতের চা বাগানেই চাহিদা ছিল। এখন সেই পোকা মারার যন্ত্রের চাহিদা তুঙ্গে। গত দেড় মাসে ২২০টির বেশি যন্ত্র বিক্রি হয়েছে। পুলিশ, দমকল ও পুরসভা প্রতিদিনই বরাত পাঠাচ্ছে।

সাধারণ পাইপ দিয়ে জীবানুনাশক সোডিয়াম হাইপোক্লোরাইট স্প্রে করলে তা দেওয়াল বা মেঝেতে ধরে রাখতে পারে না। কিন্তু এই যন্ত্র দিয়ে স্প্রে করলে তা কুয়াশার মতো ছড়িয়ে যায়। ফলে অনেক্ষণ ধরে জীবানুনাশকের কাজ করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা
আরও দেখুন

এখন শুধুমাত্র সরকারি দফতরকেই এই যন্ত্র সরবরাহ করা হচ্ছে। পরে বেসরকারি সংস্থাকেও এই যন্ত্র বিক্রির ভাবনা রয়েছে। এমনকী, বাড়িতেও ব্যবহার করা যায় ছোট যন্ত্র।

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
পোকা মারার যন্ত্রেই কামাল! সেই যন্ত্রেই হচ্ছে স্যানিটাইজেশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল