রাজ্যের তরফে জানানো হয়েছে নন কনটেইনমেন্ট জোনে হেয়ার সেলুন ও বিউটি পার্লার ছাড়া হার্ডওয়্যার, স্যানিটারিওয়্যার, বিদ্যুৎ, মোবাইল ফোন, ল্যাপটপ, চশমার দোকান সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা যাবে ৷ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রেস্তোরাঁ খোলা থাকবে যেখানে শুধু Take Away পরিষেবা দেওয়া হবে ৷
অন্যদিকে কেরল সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে রাজ্যে মদের দোকান খোলা যাবে না ৷ কোনও পাবলিক যানবাহন চলাচল করবে না ৷ প্রাইভেট গাড়িতে চালক ছাড়া আর দু’জন যাত্রা করতে পারবেন ৷ নন কনটেইনমেন্ট জোনে বাইক চলতে পারে কিন্তু চালক ছাড়া আর কেউ ওঠতে পারবে না ৷
advertisement
কেরলের মুখ্যমন্ত্রী জানান, সিনেমা হল, ধার্মিক স্থানে এখনও নিষেধাজ্ঞা জারি থাকবে ৷ মল, সেলুন, বিউটি পার্লার বন্ধ থাকবে ৷
Location :
First Published :
May 02, 2020 10:59 PM IST