TRENDING:

বাবাকে দিয়ে নাচ করিয়ে ছাড়লেন যজুবেন্দ্র চাহাল, ভাইরাল Tiktok দেখে যা বললেন সিনিয়ররা!

Last Updated:

এ কী কাণ্ড বৃদ্ধ বাবাকেও নাচিয়ে ছাড়লেন, সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল সেই নাচ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: স্টার ক্রিকেটার আর ভারতের ক্রিকেট দলের স্তম্ভ রোহিত শর্মা ৷ কিন্তু এখন ব্যাট তুলে রেখে কোয়ারেন্টাইনে ৷ আর এই সময় ভারতীয় দলের বর্তমান-প্রাক্তন ক্রিকেটাররা সকলেই মজে রয়েছেন সোশ্যাল মিডিয়ায় ৷ যজুবেন্দ্র চাহালকে নিয়ে - যুবরাজ সিংয়ে ভিডিও কলিংয়ের মাধ্যমে লেগপুলে মেতেছেন রোহিত শর্মা৷
advertisement

ঘাতক করোনা ভাইরাসের জেরে সারা দেশে এখনও অবধি ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ৷ ফলে সমস্ত ক্রিকেট ইভেন্টেও ফুলস্টপ ৷ না হচ্ছে কোনও দেশের ক্রিকেট সিরিজ না আইপিএল ৷ ফলে সকলেই ব্যস্ত পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে ৷

লকডাউনে রোহিত বন্দি রয়েছেন নিজের মুম্বইয়ের বাড়িতে যুবি রয়েছেন গুরুগ্রামে ৷ রোহিত -যুবরাজের ভিডিও চ্যাটে উঠে এসেছে যজুবেন্দ্র চাহালের প্রসঙ্গ ৷ নিজেদের কথোপকথনে তাঁরা বলেছেন, যুজি(চাহাল) এর ভিডিও চ্যাট দেখছ, নিজের পরিবারকে দিয়ে নাচ করাচ্ছে৷ ’

advertisement

এতে রোহিত বলেন, ‘আমি যুজিকে বলেছি তুই পাগল হয়ে যাসনি তো, নিজের বাবাকে নাচাচ্ছিস, নিজে দুষ্টুমি করছিস ঠিক আছে, কিন্তু বাবাকে নাচানো ঠিক নয় ৷ ’ এই বলে হাসিতে ফেটে পরেন দুজনেই ৷

ক্রিকেট ময়দানে নিজের গুগলি আর মস্তির জন্য দারুণ জনপ্রিয় যজুবেন্দ্র চাহাল৷ তিনি মস্তি করতে খুব পছন্দ করেন ৷ টিকটকেও পা রেখেছেন তিনি ৷ আর সেখানে নিজের মজার মজার ভিডিও দেন চাহাল ৷

advertisement

@yuzvendrachahal

Fantastic 4 ##familytime ##quarantinelife ##stayhomestaysafe @tiktok_india @geetanjalichahalt

♬ original sound - kevlaa

বাবা -মায়ের সঙ্গে চাহালের এই নাচের ভিডিও এই মুহূর্তে Tiktok এ ভাইরাল৷ ভিডিও দেখেছেন ৭০ লক্ষের বেশি মানুষ ৷ এবার এই ভিডিও নিয়ে মজা করে সেটাকে আরও ভাইরাল করে দিলেন রোহিত ও যুবি ৷ দেখে নিন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দুজনের মজার চ্যাট ৷

advertisement

>এদিকে এর আগে বাইশ গজে বোলারদের ত্রাস এমএস ধোনি। কিন্তু, এখন তার সেই সেরা টাচটাই আর নেই। মন্তব্য চেন্নাই সুপার কিংসের ধোনির সতীর্থ দীপক চাহালের। না। ধোনির ব্যাটিং নিয়ে কিন্তু চাহালের এই মন্তব্য নয়। এই খেলা ভার্চুয়াল। প্রাক্তন অধিনায়ক একসময় পাবজির অন্ধ ভক্ত ছিলেন। সময় পেলেই ভার্চুয়াল গেমে নেমে পড়তেন তিনি। কিন্তু, এখন পাবজি ছেড়ে কল অফ ডিউটিতে মজে ধোনি। পাবজি খেলতে পারছেন না CSK-এর ক্যাপ্টেন। ঠিকমতো শটও নিতে পারছেন না। তাই খেলা বদল। মজা করে মন্তব্য চাহালের।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বাবাকে দিয়ে নাচ করিয়ে ছাড়লেন যজুবেন্দ্র চাহাল, ভাইরাল Tiktok দেখে যা বললেন সিনিয়ররা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল