TRENDING:

অগ্রণী ভূমিকা নিল রিলায়েন্স, দেশেই তৈরি করছে দৈনিক ১ লক্ষ পিপিই

Last Updated:

একটি পিপিই আমদানি করতে ভারতের যেখানে ২ হাজার টাকা করে খরচ করছিল, সেখানে রিলায়েন্স-এর তৈরি পিপিই-র দাম পড়ছে ৬৫০ টাকা করে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

সংবাদসংস্থার খবর অনুযায়ী, সিলভাসার এই প্ল্যান্টটিতে এপ্রিল মাসের মাঝামাঝি পিপিই-র উৎপাদন শুরু হয়েছিল৷ কিন্তু দ্রুত উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পরিকাঠামো আরও শক্তিশালী করা হয়৷ এর ফলে বর্তমানে সেখানে দৈনিক এক লক্ষ করে পিপিই তৈরি হচ্ছে৷ যা ভারতের মোট উৎপাদিত পিপিই-র একটি বড় অংশ৷

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর প্রাথমিক ভাবে পিপিই আমদানি করতে বাধ্য হচ্ছিল ভারত৷ কিন্তু করোনা মোকাবিলায় দেশেই সুরক্ষা সরঞ্জাম তৈরির প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই জাতীয় স্বার্থে এই পদক্ষেপ করেছে সংস্থা৷ একটি পিপিই আমদানি করতে ভারতের যেখানে ২ হাজার টাকা করে খরচ করছিল, সেখানে রিলায়েন্স-এর তৈরি পিপিই-র দাম পড়ছে ৬৫০ টাকা করে৷ অর্থাৎ এক তৃতীয়াংশ দামেই উচ্চ গুণমানের পিপিই-র জোগান দিচ্ছে RIL৷

advertisement

সিলভাসার কারখানায় তৈরি এই পিপিই-গুলিতে একটিই চেন রয়েছে৷ ফলে পিপিই-গুলির নিরাপত্তা নিয়ে কোনও প্রশ্ন উঠবে না৷ পাশাপাশি পিপিই-গুলির সেলাইয়ের জায়গাগুলিতে অ্যান্টি- মাইক্রোবিয়াল টেপ ব্যবহার করা হয়েছে৷ উচ্চ গুণমানের পলিপ্রোপিলিন ব্যবহার করায় পিপিই-গুলি অনেক বেশি স্বচ্ছ এবং হাল্কা৷ পিপিই-তে গোটা শরীর ঢাকার বর্ম, গ্লাভস, জুতোর কভার, থ্রি প্লাই অথবা এন ৯৫ মাস্ক, মাথা ঢাকার সরঞ্জাম এবং ফেস শিল্ড থাকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখ ধাঁধানো আলপনায় মোড়া মণ্ডপ, এমন নিখুঁত কাজ দেখতে দর্শকদের হুড়োহুড়ি
আরও দেখুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সুরক্ষা বর্ম বলতে সেই পোশাককেই বোঝানো হয় যা স্বাস্থ্যকর্মী বা সংক্রমণের আশঙ্কা রয়েছে এমন ব্যক্তিদের নিরাপদে রাখবে৷ এই সুরক্ষা বর্মর সঙ্গেই গ্লাভস, মাস্ক এবং গাউনও থাকবে৷ আর যদি রক্ত বা হাওয়ায় জীবাণু ছড়িয়ে সংক্রমণের আশঙ্কা থাকে, সেক্ষেত্রে সুরক্ষা বর্মর মধ্যে ফেস প্রোটেক্টশন, রোদ চশমা, মাস্ক, ফেসশিল্ড, গ্লাভস, গাউন, হেড কভার এবং রবার বুট থাকবে৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
অগ্রণী ভূমিকা নিল রিলায়েন্স, দেশেই তৈরি করছে দৈনিক ১ লক্ষ পিপিই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল