রাস্তায় মোড়ে গাড়ি দাঁড় করিয়ে মাইকে পুলিশ অফিসার বলে চলেছেন, বিদেশ বা অন্য কোনও প্রদেশ থেকে কেউ যদি এসে থাকেন তবে তিনি সঙ্গে সঙ্গে স্হানীয় স্বাস্থ্য কর্মীর সঙ্গে যোগাযোগ করুন। তাঁদের কাছে বর্তমান ঠিকানা ও ফোন নম্বর জমা দিন। প্রয়োজনে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। রবিবার সকাল থেকে বর্ধমানের বড়শুলের তাঁতখন্ডে এমনই মাইকিংয়ের ছবি ধরা পড়ল।
advertisement
এখানেই সেস নয়, একইসঙ্গে ঘোষনা করা হচ্ছে, বিদেশ বা অন্য কোনও রাজ্য থেকে এলে অবিলম্বে স্বাস্থ্য পরীক্ষা করান। সেই পরীক্ষায় করোনার সংক্রমণ ধরা না পড়লেও ১৪ দিন গৃহবন্দি থাকুন। এই সময় বাড়ির ছোট, বয়স্ক বা অন্যদের সংস্পর্শ এড়িয়ে চলুন। এই ১৪ দিনে জ্বর, শ্বাসকষ্ট বা করোনার অন্য কোনও উপসর্গ দেখা না দিলে সুস্থ বাসিন্দাদের মতোই তারপর সমাজে মেলামেশা করুন।
শুধু মাইকে প্রচার নয়, বাইরে থেকে কেউ এলে স্বাস্থ্য পরীক্ষা ও হোম কোয়ারান্টিন নিশ্চিত করার জন্য এলাকার বাসিন্দাদের সচেতনও করছে পুলিশ। বাইরে থেকে ফিরে কেউ যাতে চায়ের দোকানের আড্ডায়, দোকান বাজারে না যায়, সে ব্যাপারে বাসিন্দাদের নজরদারি চালানোর পরামর্শ দিচ্ছে পুলিশ। পুলিশ কর্মীরা বলছেন, বাইরে থেকে আসা ব্যক্তিদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। তাই বাইরে থেকে আসা পুরুষ মহিলারা সবাই যাতে ১৪ দিন ঘরের ভেতর আলাদা থাকেন, তা নিশ্চিত করতেই জেলা প্রশাসন এই প্রচারের ব্যবস্থা করেছে।
Saradindu Ghosh