শুক্রবার DGCA বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ৩১ মার্চ রাত ১১.৫৯ পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকছে। তবে জরুরি ভিত্তিতে ডিজিসিএ-র অনুমতি নিয়ে কিছু রুটে বিমান (Scheduled Flight) চালানো হবে। এ দিকে, করোনার গ্রাস থেকে বাঁচতে এবার আন্তর্জাতিক যাত্রীদের জন্য নয়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওরস (এসওপি) বা নির্দেশিকা জারি করল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ২২ ফেব্রুয়ারির ১১.৫৯ মিনিট থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে।
advertisement
দেশে করোনার সংক্রমণ কিছুটা হ্রাস পেলেও, ইউরোপ এবং দক্ষিণ আফ্রিকার একাধিক দেশে এখনও প্রতিদিন সংক্রমিতের সংখ্যা বাড়ছে৷ সেই নতুন স্ট্রেন ছড়িয়েছে ভারতেও। সম্প্রতি দক্ষিণ আগ্রিকা, অ্যাঙ্গোলা, তানজানিয়া থেকে ভারতে আসা চার যাত্রীর শরীরে করোনার নতুন স্ট্রেনের সন্ধান মিলেছে। তাঁদের আইসোলেশনে পাঠানো হয়েছে। ব্রাজিল থেকে আসা এক পর্যটকের শরীরেও ভাইরাসের নতুন স্ট্রেনের অস্তিত্ব মিলেছে। ICMR জানিয়েছে, মহারাষ্ট্র, কেরল-সহ দেশের সাত রাজ্যে নতুন সুপার স্প্রেডার ভাইরাস ছড়িয়ে পড়ছে। যা অত্যন্ত ভীতিপ্রদ। ফলে ফের আন্তর্জাতিক উড়ান সম্পূর্ণ বন্ধের সিদ্ধান্তই নিয়েছে কেন্দ্র।