TRENDING:

Remdesivir: প্লাজমা থেরাপির পর এবার করোনা চিকিৎসায় বাতিল হতে পারে রেমডেসিভির, দাবি চিকিৎসকের

Last Updated:

করোনা চিকিৎসায় ওষুধটির কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় জর্জরিত দেশ ৷ অধিকাংশ রাজ্যেই কার্যত লকডাউন ঘোষণা হয়েছে ৷ অনেক সমস্যার মধ্যে দিয়েই দিন কাটছে সাধারণ মানুষের ৷ ভ্যাকসিনের জন্য হাহাকার সর্বত্র ৷ অক্সিজেনের অভাব এবং হাসপাতালে বেড না পেয়ে যথেষ্ট সমস্যায় পড়েছেন করোনা রোগী এবং তাদের পরিবারের লোকজন ৷  এই অবস্থায় করোনার চিকিৎসার পদ্ধতির তালিকা থেকে সম্প্রতি বাদ পড়েছে প্লাজমা থেরাপি ৷ এবার সেই বাতিলের খাতায় নাম জুড়তে চলেছে রেমডেসিভিরেরও৷ এমনটাই দাবি দিল্লির গঙ্গারাম হাসপাতালের চেয়ারপার্সন ডা. ডিএস রানার ৷
advertisement

অক্সিজেন কনসেনট্রেটরের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় রেমডেসিভিরের কালোবাজারি নিয়েও অভিযোগ উঠেছে ৷ অনেক অসৎ ব্যবসায়ীরাই সুযোগ বুঝে বাজারের দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করছে এই রেমডেসিভির ৷ এই অবস্থায় করোনা চিকিৎসায় ওষুধটির কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠেছে ৷

সংবাদসংস্থা এএনআই-কে ডা. ডিএস রানা জানান, কোভিডের চিকিৎসায় রেমডেসিভির কাজ করে, এমন কোনও প্রমাণ মেলেনি। যে সমস্ত ওষুধের কার্যকারিতা নেই, সেগুলিকে বাদ দিতেই হবে।’’ ডা. রানার মতে, গত বছর কোভিডের চিকিৎসায় প্লাজমা থেরাপির ব্যবহার হলেও তাতে খুব একটা ভাল ফল পরবর্তীকালে দেখা যায়নি ৷ তাই প্লাজমা থেরাপি এবং রেমডেসিভিরের মতো পরীক্ষামূলক চিকিৎসা পদ্ধতি খুব তাড়াতাড়ি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Remdesivir: প্লাজমা থেরাপির পর এবার করোনা চিকিৎসায় বাতিল হতে পারে রেমডেসিভির, দাবি চিকিৎসকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল