একটি প্রোমোশনাল ভিডিও-তে রামদেব বলেন, 'আমরা বৈজ্ঞানিক গবেষণা করেছি৷ তাতে অশ্বগন্ধা পেয়েছি, যা করোনাকে মানব শরীরে বাসা বাঁধতে দেয় না৷' কিন্তু এই দাবির স্বপক্ষে কোনও প্রামাণ্য নথি দেখাতে পারেননি তিনি৷ তাঁর দাবি, তিনি ওই রিসার্চ পেপার একটি জার্নালে পাঠিয়েছেন৷ রামদেবের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল৷
advertisement
এরপরই তীব্র প্রতিক্রিয়া আসে চিকিত্সকদের কাছ থেকে৷ পাবলিক হেল্থ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া-র এপিডেমিলজি-র অধ্যাপক গিরিধর বাবুর কথায়, 'এই ধরনের মিথ্য প্রচার ভুল বার্তা ছড়াচ্ছে৷ যে সব মানুষ স্বল্প শিক্ষিত, তাঁরা ভুল বুঝছেন৷ রোগপ্রতিরোধ ক্ষমতা নিয়ে রামদেবের ট্যুইট মানুষকে বিভ্রান্ত করবে৷' একই সঙ্গে এই ধরনের বিজ্ঞাপন অবিলম্বে ব্যান করার জন্যও কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি৷
advertisement
Location :
First Published :
March 18, 2020 8:12 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা অশ্বগন্ধা রুখে দেয়! রামদেবের ভাইরাল ভিডিও-এ রেগে আগুন চিকিত্সাবিজ্ঞানীরা