তাই বর্তমানে করোনাকে কিছুটা রুখতে পারলেও মানসিক চিন্তায় ভুগছেন অনেকে। বিশেষ করে গ্রামের দিন আনা দিন খাওয়া মানুষরা। যারা লকডাউনের জেরে কাজ হারিয়ে বসে আছেন বাড়িতে । তাদের মাথায় একরাশ চিন্তা । এই লকডাউনে কিভাবে চলবে সংসার, কিভাবেই বা জুটবে দুবেলা খাবার! দিনের পর দিন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন তারা। তাই, ঠিক তাদের কথা মাথায় রেখে এগিয়ে আসে আনন্দধারা স্বধার গৃহ হোমের কর্মীরা।। শহরের মানুষ তাদের প্রয়োজনে ছুটে যায় মনোবিদের কাছে৷ কিন্তু তেমন পরিষেবা পান না এই গ্রামের মানুষগুলো। তাই এরা মনোবিদের নম্বর পৌঁছে দিচ্ছেন এই সমস্ত গ্রাম গুলিতে প্রচারের মাধ্যমে। যে নম্বরে মানুষ ফোন করলে মানসিক চাপ অনেকটাই কাটিয়ে দিচ্ছেন এই কাজের সাথে যুক্ত মনোবিদরা। সেই প্রত্যন্ত গ্রাম গুলোই লক্ষ নিয়েই কাজে নেমেছেন তারা।
advertisement
যেখানে বর্তমানে প্রচন্ডভাবে প্রয়োজন মানুষের মানসিক বল। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা পৌঁছে যাচ্ছে মানুষের কাছে, তাদের প্রয়োজনে। তাদের সাহায্য করছে এই সংকটময় পরিস্থিতিতে মানসিক ভাবে শক্ত থাকতে। তাদের পরিষেবা যাতে প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেকটা মানসিক ভাবে বিপর্যস্ত মানুষেরা পান, তার জন্য তারা দিয়েছেন মোবাইল নম্বর। যেখানে বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট কিছু সময়সীমা। যে সময় সীমার মধ্যে ফোন করে সমস্যার কথা জানালেই হবে মুশকিল আশান। তৎক্ষণাৎ পৌঁছে যাবে এই আনন্দধারার কিছু সেবক । যারা সঙ্গে সঙ্গে করবে সেই সমস্যার সমাধান।
এই জটিল পরিস্থিতিতেও যাতে মানসিকভাবে জোগানো যায় বল, তাই এমন উদ্যোগ আনন্দধারার। সাড়াও মিলছে ভাল, মানসিক ভাবে ভেঙে পড়া অনেকেই বর্তমানে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন সংস্থার কর্মীরা। আনন্দধারা স্বধার গৃহ হোমের সুপার আয়েশা সুলতানের জানিয়েছেন মূলত গ্রামের পিছিয়ে থাকা মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ।