TRENDING:

Coronavirus নিয়ে ভারতেও জারি হাই-অ্যালার্ট, উচ্চ-পর্যায়ের বৈঠকে PMO

Last Updated:

প্রতিবেশী দেশ নেপালেও হাজির করোনা ভাইরাস। নেপালে এক ব্যক্তির দেহে করোনা ভাইরাসের সংক্রমণ মেলার পর চিন্তা বেড়েছে ভারতের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক। ভারতেও জারি হল হাই-অ্যালার্ট। বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের পাশাপাশি চূড়ান্ত সতর্কতা থাকছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, ভারতে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের খবর নেই। তবে বিভিন্ন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে ১১ জনকে।
advertisement

প্রতিবেশী দেশ নেপালেও হাজির করোনা ভাইরাস। নেপালে এক ব্যক্তির দেহে করোনা ভাইরাসের সংক্রমণ মেলার পর চিন্তা বেড়েছে ভারতের। করোনা নিয়ে ভারতে হাই অ্যালার্ট জারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশেই আজ, শনিবার একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পি কে মিশ্র ৷ চিনের পাশাপাশি প্রতিবেশি দেশগুলিতে করোনা ভাইরাস নিয়ে এখন কী অবস্থা তা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় ৷ ভাইরাসকে ঠেকাতে ভারতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ বা আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে ৷ তা মুখ্যসচিবকে জানান কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের কর্তারা ৷ বৈঠকে অংশ নিয়েছিলেন, Cabinet Secretary, Secretary Home Affairs, Secretary External Affairs, Secretary Defence , Secretary Health and Family Welfare, Secretary Civil Aviation-এর পাশাপাশি আরও অনেক দফতরের উচ্চপদস্থ কর্তারা ৷

advertisement

৭ বিমানবন্দরে বাধ্যতামূলক স্ক্রিনিং ৷ রাজ্যে রাজ্যে যাচ্ছে বিশেষজ্ঞ দল ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর খোঁজ মেলেনি। বাছাই করা দেশ থেকে আসা যাত্রীদের ওপর নিয়মিত নজরদারি চলছে। তবে, বিভিন্ন হাসপাতালে কয়েকজনকে আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ এখনও কারোর রক্তেই করোনা ভাইরাসের উপস্থিতি মেলেনি ৷ তবে নেপালে করোনা ভাইরাস আক্রান্তের খোঁজ মেলায় বাড়তি সতর্কতা ৷ নিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ভারত, নেপাল সীমান্ত সংলগ্ন রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ উত্তরাখণ্ডের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জারি হয়েছে ৷

advertisement

করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতটি বিশেষজ্ঞ দল গঠন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই সাতটি দল সব রাজ্যে এবং বিমানবন্দরগুলিতে ঘুরবে এবং সেখানে করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য পরীক্ষা নিয়ে নির্দিষ্ট রূপরেখা তৈরি করবে। ইতিমধ্যেই দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কোচিতে সাতটি থার্মাল স্ক্রিনিংয়ের বন্দোবস্ত করা হয়েছে।

চিনের ইউহানে করোনা সংক্রমণ ধরা পড়ার পরও যথেষ্ট সতর্কতা নিতে পারেনি চিনা প্রশাসন। এ থেকে শিক্ষা নিয়ে তৈরি থাকতে চাইছে কেন্দ্র। শনিবার করোনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মেডিক্যাল রিসার্চ কাউন্সিল, ভাইরাল অ্যান্ড ব্যাকটেরিয়া প্রিভেনশন কমিটির মতো বেশ কিছু সংস্থাকে নিয়ে বৈঠক হয় ৷ বৈঠকে বিভিন্ন রাজ্যে বিশেষজ্ঞ দল পাঠানোর সিদ্ধান্ত হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

করোনা মোকাবিলায় চালু হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম ও টোল ফ্রি নম্বর। টোল ফ্রি নম্বর +91-11-23978046 নম্বরে যোগাযোগ করতে হবে করোনা ভাইরাস মোকাবিলায় প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus নিয়ে ভারতেও জারি হাই-অ্যালার্ট, উচ্চ-পর্যায়ের বৈঠকে PMO
Open in App
হোম
খবর
ফটো
লোকাল