TRENDING:

COVID 19 treatment: করোনার ফলে বিকল হচ্ছে কিডনি, ধরা পড়ছে লাস্ট স্টেজে

Last Updated:

সে কারণে করোনা থেকে মুক্তি মিললেও পরবর্তীতে চিকিৎসা ভীষণভাবে প্রয়োজন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
করোনার দ্বিতায় ঢেউ ধীরেধীরে কাটিয়ে উঠেছে দেশ৷ করোনায় আক্রান্ত রোগীদের শরীরে সুদূর প্রসারী প্রভাব পরীক্ষা করছেন চিকিৎসকরা৷ একে লং কোভিড বা করোনায় দীর্ঘ মেয়াদি সমস্যা আখ্যা দেওয়া হচ্ছে৷ News18-র মাধ্যমে প্রকাশিত হতে চলেছে এমন কিছু তথ্য যেখানে বিভিন্ন চিকিৎসক লং কোভিড নিয়ে নিজেদের মতামত রাখবেন৷ আজ প্রকাশিত এই বিশেষ নিবন্ধে থাকছে ডাঃ অতুল ইঙ্গালের (ফোর্টিস হিরান্দানি, ভাসি, হাসপাতালের সিনিয়র কনস্যালট্যান্ট নেফরোলজিস্ট অ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট চিকিৎসক) বক্তব্য৷ করোনার জেরে কিডনির সমস্যা, প্রোটিন লিক এবং উচ্চচাপ সংক্রান্ত বিষয়ে তিনি বিস্তারিত জানিয়েছেন৷
advertisement

করোনা থেকে সেরে ওঠার ৬ মাসের পরও রোগীর কিডনির সমস্যা হতে পারে৷ এমনকী শরীরে প্রোটিন লিক ও উচ্চ চাপের সমস্যাও দেখা যেতে পারে৷ রোগীদের উপর পরীক্ষায় সেই তথ্য উঠে এসেছে৷ জানিয়েছেন ডাঃ ইঙ্গালে৷ তবে দুর্ভাগ্যবশত করোনা ফলে কিডনিতে যে সমস্যা দেখা দিচ্ছে, তা সেভাবে নজরে আসছে না, যতক্ষণ না পর্যন্ত তা খুবই খারাপ পর্যায়ে পৌঁছে যায়৷

advertisement

ডাঃ ইঙ্গালে জানিয়েছেন যে, মে মাসে প্রকাশিত একটি গবেষণায় জানানো হয়েছে যে, করোনা হওয়ার ৬ মাসের মাথায় ধরা পড়ছে এই ধরণের কিডনির সমস্যা৷ ঘনঘন হতে থাকা মূত্রাশয় সম্বন্ধীয় সমস্যা থেকে শেষ পর্যন্ত জখম হওয়া কিডনি সম্পর্কে জানা যায়৷ ততদিনে কিডনির সমস্যা শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে৷ এরপর থেকে প্রয়োজন কিডনির ডায়লিসিসের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

গবেষণায় দেখা গিয়েছে যে, ১৩ শতাংশ করোনা রোগী যাদের কিডনি সমস্যা তৈরি হয়নি এবং নর্মাল eGFR বজায় রয়েছে শরীরে, তাদের ধীরেধীরে eGFR আরও কমেছে৷ করোনা থেকে মুক্তির পরও বার বার এই সব রোগীর চেকআপ প্রয়োজন৷ কারণ শুধু করোনা থেকে মুক্তি বা সুস্থ হয়ে ওঠাই মূল বিষয় নয়, শরীর কতটা এবং কীভাবে প্রভাব ফেলছে করোনা, সেটা জানাও বিশেষভাবে প্রয়োজন৷ জানিয়েছেন ডাঃ অতুল ইঙ্গাল৷ ফলে করোনা পরবর্তীতে নিয়মিত সঠিক চিকিৎসা এবং ওষুধের ফলে একেবারে সুস্থ হয়ে ওঠার মূলমন্ত্র৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
COVID 19 treatment: করোনার ফলে বিকল হচ্ছে কিডনি, ধরা পড়ছে লাস্ট স্টেজে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল