পুলিশ জানিয়েছে, দিল্লির পঞ্জাবি বাগ এলাকায় ৩৫ বছর বয়সি এক ব্যক্তি শনিবার ভোরে তার স্ত্রীকে খুন করে। এরপর নিজেই ফোনে বিষয়টি পলিশকে জানায়। পারিবারিক বিবাদের মধ্যেই স্ত্রীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার।
ওই যুবকের ফোন পেয়ে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে পুলিশ। কিন্তু যেহেতু অভিযুক্ত নিজেই আত্মসমর্পণ করতে চেয়েছিল, তাই কন্টেইনমেন্ট এলাকার বাইরে গিয়ে ওই অভিযুক্তের জন্য অপেক্ষা শুরু করে পুলিশ। এর পর ওই যুবক সেখানে পৌঁছলে তার শরীরের তাপমাত্রা পরীক্ষা করে এবং করোনার কোনো উপসর্গ তার মধ্যে আছে কিনা তা খতিয়ে দেখে যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে অবশ্য ওই যুবককে আইসোলেশন ওয়ার্ডে রাখে পুলিশ। যাবতীয় সতর্কতা নিয়ে যুবকের স্ত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
advertisement
পুলিশ জানিয়েছে, গ্রেফতার করতে যাওয়ার সময় গোটা রাস্তা জীবাণুমুক্ত করা হয়। ফলে পুরো প্রক্রিয়া শেষ বেশ কয়েক ঘণ্টা সময় লেগে যায়। তদন্তের সময়েও সব রকম সতর্কতা নেওয়া হবে বলে জানায় পুলিশ।