এমনিতেই প্রয়োজন ছাড়া ট্রেনে সফর না করার পরামর্শই দিচ্ছে রেল৷ ট্রেন যাত্রার আগে জ্বর আছে কিনা তা পরীক্ষা করে নেওয়ার অনুরোধ করা হচ্ছে যাত্রীদের৷ রেল কর্তারা জানাচ্ছেন, করোনা আতঙ্কে গত কয়েকদিনে টিকিট বাতিলের পরিমাণ ১৭ থেকে ৩০ শতাংশ বেড়েছে৷
মধ্য রেল ইতিমধ্যেই ২৩টি ট্রেন হয় বাতিল করেছে নয়তো সেগুলির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে৷ ১৭টি ট্রেনের ক্ষেত্রে একই পদক্ষেপ করেছে দক্ষিণ রেলও৷ যে ট্রেনগুলি বুধবার থেকে বাতিল থাকছে তার মধ্যে রয়েছে হাওড়া- মুম্বাই দুরন্ত এক্সপ্রেসও৷
advertisement
Location :
First Published :
March 18, 2020 9:12 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
#Coronavirus৷ প্ল্যাটফর্ম টিকিটের দাম বেড়ে ৫০ টাকা, করোনার ধাক্কায় বাতিল বহু ট্রেন