TRENDING:

#Coronavirus৷ প্ল্যাটফর্ম টিকিটের দাম বেড়ে ৫০ টাকা, করোনার ধাক্কায় বাতিল বহু ট্রেন

Last Updated:

মধ্য রেল ইতিমধ্যেই ২৩টি ট্রেন হয় বাতিল করেছে নয়তো সেগুলির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: করোনা আতঙ্কের ধাক্কা এবার লাগল ভারতীয় রেলেও৷ যাত্রী কমে যাওয়ার কারণে অন্তত ৭৬ট্রি দূরপাল্লার ট্রেনের সময়সূচি পরিবর্তন করল রেল৷ অনেক ট্রেন যেমন কমিয়ে দেওয়া হয়েছে, সেরকমই বেশ কিছু ট্রেনের চলাচল বন্ধও রাখা হয়েছে৷ একই সঙ্গে রেল স্টেশনগুলিতে ভিড় কমাতে আরও বড় পদক্ষেপ করেছে রেল৷ গুরুত্বপূর্ণ সমস্ত স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের দাম একধাক্কায় ১০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫০ টাকা৷ বিভিন্ন ডিভিশনাল েরলওয়ে ম্যানেজারকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে৷
advertisement

এমনিতেই প্রয়োজন ছাড়া ট্রেনে সফর না করার পরামর্শই দিচ্ছে রেল৷ ট্রেন যাত্রার আগে জ্বর আছে কিনা তা পরীক্ষা করে নেওয়ার অনুরোধ করা হচ্ছে যাত্রীদের৷ রেল কর্তারা জানাচ্ছেন, করোনা আতঙ্কে গত কয়েকদিনে টিকিট বাতিলের পরিমাণ ১৭ থেকে ৩০ শতাংশ বেড়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মধ্য রেল ইতিমধ্যেই ২৩টি ট্রেন হয় বাতিল করেছে নয়তো সেগুলির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে৷ ১৭টি ট্রেনের ক্ষেত্রে একই পদক্ষেপ করেছে দক্ষিণ রেলও৷ যে ট্রেনগুলি বুধবার থেকে বাতিল থাকছে তার মধ্যে রয়েছে হাওড়া- মুম্বাই দুরন্ত এক্সপ্রেসও৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
#Coronavirus৷ প্ল্যাটফর্ম টিকিটের দাম বেড়ে ৫০ টাকা, করোনার ধাক্কায় বাতিল বহু ট্রেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল