করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন। কেন্দ্রের নির্দেশে দ্বিতীয় দফায় ৩ মে পর্যন্ত লকডাউন চলছে। সেই লক ডাউন আরও বাড়বে কিনা বা করোনা মুক্ত এলাকাগুলিতে লকডাউন শিথিল হবে কিনা সে ব্যাপারে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি কেন্দ্র বা রাজ্যর তরফে। তার মধ্যেই লকডাউন ভেঙে বেরিয়ে পড়ছেন বর্ধমানের বাসিন্দারা। বর্ধমানের কার্জন গেট, বি সি রোড, রানিগঞ্জ বাজার, বড়বাজার, বীরহাটা, নীলপুর সর্বত্র বাসিন্দাদের থিকথিকে ভিড়। খুলেছে চায়ের দোকান। মিষ্টির দোকানে কচুরি খাওয়া চলছে। কার্জন গেট চত্ত্বরে খুলেছে খাতা পেন, জেরক্সের দোকান। নীলপুর বাজারে জামাকাপড়, হার্ডওয়্যার, স্টেশনারি দোকান রবিবার সন্ধেতেই খুলে গিয়েছিল। পুলিশ অভিযান চালিয়ে সে সব বন্ধ করে দেয়। সোমবার সকাল থেকে আবার যে কে সেই অবস্থা।
advertisement
প্রশাসন জানিয়েছে, লক ডাউন উঠে যাওয়ার কোনও নির্দেশ নেই। তাই বাসিন্দাদের ঘরে থাকার জন্য বার বার আবেদন জানানো হচ্ছে। বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। তা সত্ত্বেও অনেকে বেরিয়ে পড়ছেন। অনেকে দোকানও খুলে দিচ্ছে। এদিনও বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট, বীরহাটা, গোলাপবাগ মোড়ে ধরপাকড় চালায় পুলিশ। লক ডাউন ভেঙে বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়ার অভিযোগে শতাধিক পুরুষ মহিলাকে আটকও করা হয়। কিন্তু তারপরও বাসিন্দাদের ঘর থেকে বের হওয়ার বিরাম নেই।
Saradindu Ghosh