ভয়াল থেকে ভয়ঙ্কর রূপ ধরেছে করোনা ৷ হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ এবার এরাজ্যেও প্রাণ কাড়ল করোনা ৷ ভয়াল থেকে ভয়ঙ্কর রূপ ধরেছে করোনা ৷ হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ এবার এরাজ্যেও প্রাণ কাড়ল করোনা ৷ আতঙ্ক বাড়িয়ে করোনা সংক্রমণে মৃত্যু হল দমদমের ৫৭ বছর বয়সী প্রৌঢ়ের ৷
advertisement
এমতাবস্থায় করোনার চিকিৎসা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের ৷ করোনা আক্রান্তদের জন্যই কলকাতা মেডিক্যালকেই করোনা হাসপাতাল করার কথা ঘোষণা করল সরকার ৷ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো বাকি হাসপাতালের থেকে ভাল হওয়ায় একেই প্রাথমিকভাবে করোনা হাসপাতাল হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত ৷
এবার করোনা আক্রান্তদের জন্যই চিকিৎসা চলবে কলকাতা মেডিক্যালে ৷ বেলেঘাটা আইডি থেকেও করোনা আক্রান্তদের সরিয়ে নিয়ে আসা হবে এখানে এবং এখান থেকে অন্য রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হবে ৷ নতুন করে মেডিক্যালে অন্য রোগী ভর্তি নেওয়া হবে না ৷ সোমবার বিকেল থেকেই নতুন করে করোনা ছাড়া অন্য কোনও রোগীর অ্যাডমিশন বন্ধ ৷ এর পাশাপাশি করোনা আক্রান্তদের জন্য আরও ৩ হাজার বেডের ব্যবস্থা করা হচ্ছে ৷ ধাপে ধাপে হাসপাতাল খালি করা হবে ৷ এছাড়া বিভিন্ন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে ৷
গত ৩ দিনে সবচেয়ে বেশি মানুষের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল ভারতে ৷ আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪১৫-এ ৷ রবিবার নতুন করে ৮১ জনের দেহে ধরা পড়েছে কোভিড ১৯ ৷