অভিযোগ, মুম্বই থেকে ফেরার পর রানীনগরে সরকারি কোয়ারেন্টাইনে ছিলেন যুবক। গত বুধবার সেখান থেকে পালিয়ে এসে পরিবারের সাথে দেখা করেন তিনি। প্রতিবেশীরা প্রতিবাদ করায় ফের কোয়ারেন্টাইনে ফিরে যান। এদিকে রিপোর্ট পজিটিভ আসায় উদ্বেগ ছড়িয়ে পড়ে এলাকায়। স্বাস্থ্য দফতর থেকে খবর পেয়ে এলাকায় ছুটে যান পুরসভার প্রশাসক বোর্ডের সদস্যরা। আক্রান্তের বাড়ি এবং সংলগ্ন এলাকা জীবাণু-মুক্ত করার পাশাপাশি সংক্রমণ রুখতে এলাকাকে কন্টেইনমেন্ট এবং বাফার জোনে ভাগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রশাসক বোর্ডের সদস্যরা জানিয়েছেন।
advertisement
Location :
First Published :
Jun 20, 2020 1:06 PM IST
